বাংলা রূপালী জগতের এক সময়ের অন্যতম জনপ্রিয় ও স্বনামধন্য কিংবদন্তি তারকা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। শুরুটা চিত্রপরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটলেও পরবর্তীতে একজন সফল অভিনেতা হিসেবে নিজেকে মেলে ধরতে সক্ষম হন তিনি। তবে সম্প্রতি গুণী এই অভিনেতা দেশে ভুল চিকিৎসার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ছেলে মাশরুর পারভেজ।
সোমবার (৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় মাশরুর এ অভিযোগ করেন। ইংরেজিতে দেওয়া ভিডিও বার্তায় অভিযোগ করে তিনি বলেন, ‘আজ সোমবার (৭ নভেম্বর) দুপুরের দিকে বাবা অজ্ঞান হয়ে যান। দেশের একটি স্বনামধন্য বেসরকারি হাসপাতালে আমার বাবার চোখের অস্ত্রোপচার করায় সমস্যা আরও বেড়ে গেছে…’
মাশরুর ভিডিও বার্তায় তার বাবার অস্ত্রোপচার করা ডাক্তারের নাম উল্লেখ করেন তিনি। হাসপাতালের নামও জানান তিনি। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মাশরুর।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর খ্যাতিমান অভিনেতা রানাকে চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।সোহেল রানার চোখের অস্ত্রোপচারকে ক্যাটারাক্ট সার্জারি বলা হয়। এর আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার ডান চোখে এই অস্ত্রোপচার করা হয়। রুটিন ফলো-আপ সার্জারির জন্য একটি দেশের হাসপাতাল বেছে নেওয়া হয়েছিল৷
গত ২৫ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে সোহেল রানার চোখের অস্ত্রোপচার হয়। কিন্তু সমস্যা সমাধানের পরিবর্তে জটিলতা তৈরি করে। এ অবস্থায় তার পরিবার তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী সোহেল রানাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ১৯৭২ সালে ‘ ওরা ১১ জন’ নামক একটি সিনেমায় নির্মাতা হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন সোহেল রানা। এরপর ধীরে ধীরে নিজেকে অভিনয়েও মেলে ধরতে সক্ষম হন তিনি।