গত ২০২১ সালের নভেম্বরে সুদূর মার্কি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছিলেন ঢালিউড সিনেমার অন্যতম খ্যাতিমান ও সাড়া জাগানো অভিনেতা শাকিব খান। এরপর গত মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে দেশের মাটিতে পা রাখেন তিনি। এদিকে বিমানবন্দরে তাকে অভিনন্দন জানান তার শত শত ভক্ত-শুভাকাঙ্খি।
ফেরার পথে গাড়িতে করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা। তবে যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর যদি তিনি ভুল ইংরেজি বলেন, তাহলে শীর্ষ নায়ককে নিয়ে তো কথা বলা বন্ধ করবে না নেটিজেনরা। সাকিব যখন ফিরছিলেন, তখন একজন প্রতিবেদক মাইক্রোফোনের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করেন, দেশে ফিরে কেমন লাগছে। এ সময় গাড়ির জানালা দিয়ে মুখ তুলে সাকিব বলেন, আমি খুবই এক্সাইটমেন্ট। ’
এরপরই শুরু হয় সমালোচনা। কিছু নেটিজেন এই ভুল ইংরেজি মেনে নিতে পারছেন না। তাদের প্রশ্ন- আমেরিকায় গিয়েও কি শাকিব ভুল ইংরেজি বলছে? নানাভাবে ট্রোল করছেন তিনি।
সাকিবের ভুল ইংরেজিতে এখনো সক্রিয় অনলাইন মিডিয়া। এ নিয়ে মুখ খুললেন মডেল-অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নিজের ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী বলেন- ‘আপনারা যারা শাকিব খানের ইংরেজি নিয়ে হাসাহাসি করছেন, শাকিব খানকে কেন এত ভালো ইংরেজি বলতে হবে? একজন বিদেশী যখন ভাঙা ভাঙা বাংলা বলে তখন আপনার কাছে এটি সুন্দর লাগে। আর শাকিব খান বা কোনো তারকা ভুল কিছু বললে আপনি তাকে ট্রোল করেন। ভুলের ঊর্ধ্বে কেউ নয়।’
এদিকে দেশে ফিরেই ভক্তদের ভালোবাসা দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন বাংলার অন্যতম গুণী এই অভিনেতা। ভক্তদের উদ্দেশ্যে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ভক্তদের ভালোবাসার কাছে তার মাথা চিরজীবন নত হয়ে থাকবে।