Thursday , November 21 2024
Breaking News
Home / Countrywide / দেশে দাঙ্গা বাধানোর পরিকল্পনা, বিএনপি-জামায়াতের বাড়িঘরে হামলার নির্দেশ দিলেন হাসিনা

দেশে দাঙ্গা বাধানোর পরিকল্পনা, বিএনপি-জামায়াতের বাড়িঘরে হামলার নির্দেশ দিলেন হাসিনা

সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডে আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রলীগ সভাপতি শেখ হাসিনা তার দলীয় কর্মীদেরকে বিএনপি-জামায়াত নেতাদের বাড়িঘরে হামলার নির্দেশ দেন বলে শোনা গেছে। ভিডিওটি সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন, যেখানে শেখ হাসিনার সঙ্গে অপরিচিত এক ব্যক্তির কথোপকথন শুনতে পাওয়া যায়।

হাসিনা তার দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, যার যা আছে, তা-ই নিয়ে প্রস্তুত থাকো। কল রেকর্ড থেকে সহজেই বুঝা যায়, কোনো একটি বিমানবন্দরের কাছে অথবা বিমানের শব্দ পাওয়া যায় এমন স্থানে অবস্থান করছেন হাসিনা বা গোপালগঞ্জের ওই ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান পরিচয়দানকারী আওয়ামী লীগ নেতা। প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়ার পর প্রতিউত্তরে ওই নেতা বলেন, আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি।

এসময় হাসিনা বলেন, এখন ভয়ের কোনো কারণ নেই। তোমরা প্রস্তুতি নাও। আমরা অনেকদিন চুপ করে ছিলাম। যারা তোমাদের হয়রানি করছে, তাদের তালিকা করো। যারা বেশি বাড়াবাড়ি করছে, তাদের বলো যেন বাড়াবাড়ি না করে।

এসময় ওই আওয়ামী লীগ নেতা অভিযোগের স্বরে উল্লেখ করেন, গোবিন্দগঞ্জের সাবেক এমপি কালাম এবং তার নিজের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে বিএনপি-জামায়াতের লোকজন। আমাদের নামে অনেক মামলা দিয়েছে। তখন হাসিনা বলেন, ওদের বাড়িঘর নেই? ব্যবসা প্রতিষ্ঠান নেই? সবকিছু কি প্রকাশ্যেই করতে হয়? যারা আমাদের বাড়িঘর পুড়িয়েছে, আমরা তাদের বাড়িঘর পুড়ব। সেজন্য বলছি, প্রস্তুতি নাও।

হাসিনা বলেন, এক মামলার যে শাস্তি, সোয়া দুইশ মামলার একই শাস্তি। আমরা একবার আসতে পারলে দেখবা সংস্কার। সমাজের আবর্জনা সব পরিস্কার করব।সেজন্য বার বার বলছি, যার যা আছে তা ই নিয়ে প্রস্তুতি নাও। আমি যে কোনো মুহুর্তে চলে আসতে পারি। আমি খুব কাছেই আছি।এই সরকারকে আর বেশি দিন টাইম দিতে চাই না।

হাসিনা দলের নেতা-কর্মীদেরকে ভয়ের কিছু নেই বলে আশ্বস্ত করেন এবং বলেন, “এই সরকারের বেশি দিন সময় দিতে চাই না। আমরা দেশে ফিরে আসবো এবং সমাজের আবর্জনা পরিষ্কার করবো।”

About Nasimul Islam

Check Also

থানায় অভিযোগ জানাতে গিয়ে উল্টো কট ব্যারিস্টার শাহজাহান ওমর

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে কাঁঠালিয়া থানার একটি মামলায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *