সারা দেশের নানা ধরনের জল্পনা কল্পনা শেষ করে এবার বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেয়া হচ্ছে দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পুকে। জানা গেছে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু স্মরণ করেছেন সৃষ্টিকর্তার কথা।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য রোববার সকালে দলের সিনিয়র কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনে তার স্বাক্ষরিত মনোনয়নপত্র জমা দেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, তাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতি। সাহাবুদ্দিনের নাম প্রস্তাব করলেও সমর্থন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
মনোনয়নপত্র জমা দেওয়ার আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের দলের সভানেত্রী ও সংসদীয় দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি পদের জন্য ড. সাহাবুদ্দিনকে মনোনয়ন দিয়েছেন।
আর সাংবাদিকদের একের পর এক অনুরোধের মাঝে সাহাবুদ্দিন চুপ্পু শুধু বললেন, ‘সবই আল্লাহর ইচ্ছা’।
সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কারণে বীর মুক্তিযোদ্ধা মোঃ সাহাবুদ্দিন চুপ্পুই বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি।
তফসিল অনুযায়ী, রোববার বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে। ১৩ ফেব্রুয়ারি যাচাই-বাছাই শেষে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
রোববার অন্য কোনো প্রার্থী না থাকলে যাচাই-বাছাই শেষে মো: সাহাবুদ্দিনকে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা করা হবে।
আর একাধিক প্রার্থী থাকলে ১৯ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে বিকাল ৫টার মধ্যে সংসদের অধিবেশন কক্ষে ভোট হবে।
বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি সংসদে পরোক্ষ ভোটে নির্বাচিত হন। এই নির্বাচনে সংসদ সদস্যরা ভোট দেন। ৩৫০ আসনের সংসদে এখন আওয়ামী লীগের সদস্য সংখ্যা ৩০৫।
প্রসঙ্গত, শেষ হয়ে যাচ্ছে আব্দুল হামিদের মেয়াদ আর এই কারণেই ড. আবদুল হামিদের উত্তরসূরি হিসেবে ড. সাহাবুদ্দিন বঙ্গভবনে যাচ্ছেন এটা নিশ্চিত। আর এ নিয়ে এখন তোড়জোড়ও চলছে বেশ।