Monday , November 25 2024
Home / Countrywide / দেশের বারোটা বাজানোর বিষয়ে এবার মুখ খুললেন ব্যারিস্টার সুমন

দেশের বারোটা বাজানোর বিষয়ে এবার মুখ খুললেন ব্যারিস্টার সুমন

দেশের অবস্থা বারোটা থেকে তেরোটা বাইজ্যা গেছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি বলেন, আমি জানি না কতটা আবার ফেরত আনতে পারবো! তো ১২ থেকে কমিয়ে ৯টা, ১০টা পর্যন্ত আনতে পারি! যাতে মানুষ বলতে না পারে দেশের বারোটা বাইজা গেছে!

সুমন বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বলিষ্ঠ ভূমিকা রাখার চেষ্টা করছি।

বুধবার মানিকগঞ্জে দুদকের দায়ের করা মামলায় আসামির কৌশলী হয়ে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

সুমন বলেন, আমার নেতা শেখ হাসিনা আর আমার চিন্তার মধ্যে অনেক মিল আছে, আর দুজনই যেহেতু মৃ”ত্যুকে খুব একটা পরোয়া করি না। আর দুজনেই সংসদে আছি, আমি আমার এলাকা আর শেখ হাসিনা পুরো বাংলাদেশ দেখবেন।

পলিথিন ব্যবহারের সমালোচনা করে ব্যারিস্টার সুমন বলেন, ১৯৯৫ সালে দেশে পলিথিন নিষিদ্ধ করার আইন থাকলেও পলিথিন বন্ধ হয়নি। বহু বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি। দেশের বাজারে যারা পলিথিন বিক্রি করে তাদের চেয়ে বেশী শক্তিশালী। এজন্য সরকার এদের ধরতে চায় না। সরকারকে জিজ্ঞেস করলে উপরে উপরে বলে আমরা ব্যবস্থা নিচ্ছি !

তিনি আরও বলেন, সরকার করে কী, মুল জায়গায় হাত না দিয়ে যে জায়গায় হাত দিলে কোন ঝামেলা হবেনা সেখানে হাত দেয় !

About bisso Jit

Check Also

বিশাল বড় দুঃসংবাদ পেলেন পুতুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সৌচনা ফাউন্ডেশনের সকল অ্যাকাউন্ট লেনদেন ৩০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *