বাংলাদেশে জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা যেন থামছে না।বিশেষ করে আসন্ন এই জাতীয় নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে নানা ধরনের সব প্রস্তুতি সরে নিচ্ছে দেশের রাজনৈতিক দলগুলো। এ দিকে এবার জানা গেলো নির্বাচনের সময়কাল। নির্বাচন কমিশন জানিয়েছে, ২০২৪ সালের জানুয়ারির প্রথম দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।আজ রোববার (১৩ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশনার আনিচুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
ডিসেম্বরের শেষ সপ্তাহে নয়, জানুয়ারির শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। তবে নির্বাচনের সঠিক তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
কমিশনার আনিচুর রহমান জানান, ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে সব দলের রেফারি হিসেবে কাজ করবে নির্বাচন কমিশন (ইসি)।
এই নির্বাচন কমিশনার আরো বলেন , সব দলকে নিয়ে ইসি ভোটের মাঠে থাকবে।
কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছিল যে ডিসেম্বরের শেষের দিকে বা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এবার খুব সুনির্দিষ্টভাবে নির্বাচনের সংগঠন ঘোষণা করেছে সংগঠনটি।
প্রসঙ্গত , এ দিকে দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের বড় দুই রাজনৈতিক দল আওয়ামীলীগ বিএনপি ইতিমধ্যে শুরু করে দিয়েছে সভা সমাবেশ। এ ছাড়াও এই নির্বাচনকে সামনে রেখেই অনেক দল নিজেদের নিবন্ধন করতেও হয়ে উঠেছে মরিয়া।