বাংলা রুপালি জগের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী কোহিনুর আক্তার সুচন্দা। তবে পর্দায় ‘সুচন্দা’ নামেই ভক্তদের মাঝে অধিক পরিচিতি পেয়েছেন তিনি। অনেকেই বড় একটা সময় ধরে নিপুণ অভিনয়ের মধ্যে দিয়ে কোটি কোটি দর্শককে মুগ্ধ করে রেখেছিলেন তিনি।
তবে দীর্ঘদিন চলচ্চিত্রে দেখা যাচ্ছে না তাকে। প্রতিদিন বাসায় নামাজ-রোজা, বই পড়া, টিভি দেখা এবং শিশু এবং নাতি-নাতনিদের সাথে সময় কাটাচ্ছেন তিনি। বর্তমানে গভীর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
তার মতে, চলচ্চিত্রের সব মেন্টররা একে একে চলে যাচ্ছেন না ফেরার দেশে। অতি সম্প্রতি প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার ইন্তেকাল করেছেন।
তিনি বলেন, প্রত্যেককেই কোনো না কোনো সময় মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, তা চিরন্তন। কিন্তু সিনিয়ররা চলে যাওয়ার পর তাদের জায়গা আর পূরণ হয় না।
সুচন্দা বলে, আমারও বয়স হয়েছে, শরীর সব সময় ভালো থাকে না, আমিও একদিন চলে যাবো। কিন্তু চলচ্চিত্র জগতের কী হবে? মুরব্বিশূন্য এই জগতে নতুনদের দিকনির্দেশনা কে দেবে? এই দুশ্চিন্তায় ভুগছি।
১৯৬০ এর দশকের অত্যন্ত জোনোরিও একজন অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা। কর্মজীবনে একাধিক ব্যবসায় সফল সিনেমা উপহার দিয়ে জায়গা করে নিয়েছেন কোটি ভক্তের মনে। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘হাজার বছর ধরে’, ‘বেহুলা’, ‘নয়নতারা’, ‘মনের মত বউ’, ‘জীবন থেকে নেয়া’, ইত্যিদি।