আগামী বছরটি হয়ে যাচ্ছে বেশ কঠিন। ২০২৩ সালে বিশ্বে দেখা দেবে দুর্ভিক্ষ এমনতাই বার বার জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি এ নিয়ে আবারো কথা বললেন তিনি।
আগামী দুর্ভিক্ষে বাংলাদেশ যাতে ভালো থাকে সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৭ অক্টোবর) সকালে ‘বিশ্ব খাদ্য দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানে কার্যত অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে দুর্ভিক্ষ হবে। বাংলাদেশে যেন কোনো খাদ্য ঘাটতি না হয় সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
তিনি বলেন, ভর্তুকি দিয়ে কৃষি উৎপাদন সচল রাখার চেষ্টা চলছে। খাদ্য উৎপাদন হতে হবে মনোযোগী, অর্থনৈতিক। আমরা সবাই উৎপাদনশীল হলে খাদ্য সংকটে পড়তে হবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকার খাদ্যের পাশাপাশি পুষ্টি নিশ্চিত করতে কাজ করছে। বীজ উৎপাদন নিয়ে গবেষণা চলছে। খাদ্য প্রক্রিয়াকরণকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সরকার রপ্তানির দিকে কাজ করছে।
সরকারপ্রধান আরো বলেন, মানুষকে সুষম খাবার খেতে আরও সচেতন হতে হবে। সুষম খাদ্যের কারণে শুধু খাদ্য নিরাপত্তাই অর্জিত হয়নি, মানুষের আয়ুও বেড়েছে।
প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসন দুর্ভিক্ষ নিয়ে কথা বলেছেন। আর এই কারনে দেশবাসীকে সামনের দিনগুলোতে আরো বেশ মিতব্যয়ী আরো বেশি সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।