দুবাই বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ঢাকা যাওয়ার পথে উড়াল দিতে পারেনি। প্রায় ১২ ঘণ্টা পার হলেও যাত্রীদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করেনি এয়ারলাইন্স। ফ্লাইটের যাত্রীদের কোনো ধরনের আশ্বাস না দিয়েই তাদের বিমানবন্দরে আটকে রাখা হয়।
এ ঘটনায় দুবাই বিমানবন্দরে বিক্ষোভ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীরা। যাত্রীদের বেশির ভাগই প্রবাসী বাংলাদেশি শ্রমিক। তাদের অনেকেরই ঢাকা থেকে বিভিন্ন জেলার কানেক্টিং টিকেট কাটা ছিল।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে বিমানের ফ্লাইট বিজি-৩৪৮ ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। বোয়িং৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি যান্ত্রিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি। ফলে দীর্ঘক্ষণ বিমানবন্দরে বসে থাকতে হয় যাত্রীদের।
ফ্লাইটে মোট ২৬৮ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
চট্টগ্রাম প্রবাসী আউয়াল হোসেন বলেন, ফ্লাইটের ৫ ঘণ্টা আগে আমরা বিমানবন্দরে অবস্থান করছি। বিমানবন্দরে রাত্রি যাপনের পরও কোনো আপডেট পাওয়া যায়নি। আমাদের জন্য কোনো খাবার বা হোটেলের ব্যবস্থা করা হয়নি। কেউ কিছু বলতে পারছে না।
তিনি আরও বলেন, আমার মতো অনেক যাত্রী ঢাকা থেকে সিলেট, যশোর, সৈয়দপুরের কানেক্টিং ফ্লাইটের টিকিট বুক করেছেন। আমি তাদেরও বলতে পারি না কারণ আমি বিমান বা এই বিষয়ের কোনো আপডেট জানি না।
এ বিষয়ে দেশের একটি সংবাদ মাধ্যমের পক্ষ থেকে যোগাযোগ করলে সাড়া দেননি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার।
তবে বিমানের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ফ্লাইট মেরামতের জন্য বাংলাদেশ থেকে একজন প্রকৌশলী পাঠানো হয়েছে। মেরামত হলেই নতুন শিডিউল অনুযায়ী তাদের নিয়ে আসা হবে।