Friday , December 13 2024
Breaking News
Home / International / দুবাইতে লটারি জিতে রাতারাতি কোটিপতি বনে গেলেন এক বাংলাদেশি প্রবাসী

দুবাইতে লটারি জিতে রাতারাতি কোটিপতি বনে গেলেন এক বাংলাদেশি প্রবাসী

প্রতি বছরেই বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ জীবিকার তাগিদে বিশ্বের উন্নত দেশ গুলোতে পাড়ি জমিয়ে থাকে। তবে এদের মধ্যে অনেকেই রয়েছে যারা কিনা খুবই সহজেই সফলতার শীর্থ স্থান অর্জন করতে সক্ষম হয়। সম্প্রতি দুবাইয়ে রাতারাতি কোটিপতি বনে গেলেন এমন এক বাংলাদেশি প্রবাসীর ঘটনা উঠে এসেছে প্রকাশ্যে।

লটারি জিতে রাতারাতি কোটিপতি বনে গেলেন এক বাংলাদেশি প্রবাসী। স্থানীয় সময় শনিবার (৯ অক্টোবর) রাতে মধ্যপ্রাচ্যের দেস্বহ আমিরাতে অনুষ্ঠিত মাহজুজ লাইভ ড্রতে ১০ লাখ দিরহাম জিতেছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যা গিয়ে দাঁড়ায় দুই কোটি ৩২ লাখ টাকারও বেশি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়, ভাগ্য আর একটু ভালো হলে সরাসরি শত কোটি টাকার মালিক হতে পারতেন ওই বাংলাদেশি।। কারণ, মাহজুজের ৪৬তম সাপ্তাহিক ড্রতে দ্বিতীয় পুরস্কার জিতেছেন ওই বাংলাদেশি। ড্রতে ছয়টি নম্বরের মধ্যে তার পাঁচটি নম্বর মিলে গিয়েছিল। আর মাত্র একটি নম্বর মিললে প্রথম পুরস্কার হিসেবে তিনি পেতেন ৫ কোটি দিরহাম বা ১১৬ কোটি ৪১ লাখ টাকার বেশি।

মাহজুজ আরবি শব্দ, এর অর্থ সৌভাগ্যবান। ভাগ্য পরিবর্তনের এ লটারি জিতে চলতি বছর এ পর্যন্ত ১৬ জন কোটিপতি হয়েছেন।
মাহজুজের ৪৬তম সাপ্তাহিক ড্রতে ওই বাংলাদেশি বাদে আরও ১০২ জন ১০০০ হাজার দিরহাম করে পুরস্কার জিতেছেন। ১ হাজার ৯৮৪ জন জিতেছেন ৩৫ দিরহাম করে। অর্থাৎ ওই এক রাতেই ২ কোটি ৭২ লাখ টাকার বেশি পুরস্কার বাগিয়ে নিয়েছেন লটারিতে অংশগ্রহণকারীরা। খালিজ টাইমস বিজয়ী ওই বাংলাদেশির নাম প্রকাশ করেনি।

দুবাই সহ বিশ্বের বিভিন্ন দেশে লটারির প্রচলন রয়েছে। অনেকেই এই লটারির মধ্যে দিয়ে নিজের ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম হয়েছে।আবার অনেকেই রয়েছে যারা কিনা এই লটারির মধ্যে দিয়ে সর্বশান্ত হয়েছেন। তবে খুবই কম সংখ্যাক লোকেরই এই লটারির মধ্যে দিয়ে ভাগ্যের পরিবর্তন ঘটে।

About

Check Also

‘গণহারে’ বাতিল হচ্ছে ভারতীয়দের ভিসা, জানা গেল কারণ

উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত ভারতীয় নাগরিকদের ভিসা আবেদন আশঙ্কাজনক হারে বাতিল করছে। দেশটির নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *