এই বাজেটে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের কথা চিন্তা না করেই বাজেট প্রণয়ন করা হয়েছে বলে অনেকে দাবি করছে। বিশ্বব্যপি ছড়িয়ে পড়া রোগের কারনে নিম্ন আয়ের মানুষের আয় কমেছে কিন্তু বাজেটে প্রায় নিত্যপ্রয়োজনীয় দাম বৃদ্ধি পেয়েছে। বাজেটে অধিকাংশ ক্ষেত্রে ব্যবসায়ী ও চাকুরী জীবিদের জন্য সুবিধা দেওয়া হয়েছে। বাজেটে শ্রমিক ও কৃষক উপেক্ষিত তাদের জন্য কোন সুফল আসবে না বলে অনেকে মন্তব্য করেছেন। এবার বাজেট নিয়ে যে মন্তব্য করলেন পিনাকী ভট্টাচার্য।
বাজেট নিয়ে সংবাদ পরিবেশন করছে কীসের কীসের দাম কমবে আর কীসের বাড়বে।
যেমন আমদানি করা উটপাখির দাম বাড়বে। কারণ আমদানি নিরুৎসাহিত করা দরকার, দেশে প্রচুর উটপাখি রয়েছে যারা বালুতে মুখ গুজে ঝড় মোকাবেলা করে। দাম কমবে গোখাদ্যের, মেইক সেন্স। নাহলে এতো আওয়ামী লীগার খাবে কী? কাজুবাদামের দাম কমবে। কিন্তু কেন? এটা একটা বড় প্রশ্ন।
দুনিয়াতে বিস্মিত হবার অনেক বিষয় থাকলেও আমার দুইটা বিস্ময়। এক হ্যাজাকের ম্যান্টেল পুড়ে গিয়েও কীভাবে আটকে থেকে আলো ছড়ায়, আর দুই নাম্বার কাজু বাদামের দাম কেন কমবে!!
প্রসঙ্গত, এবার বাজেটে দেশের নিম্ন ও মধ্যবিত্তদের আরো চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। বেশির ভা্গই শ্রমিক ও কৃষকদের চাপের মধ্যে পড়তে হবে। বাজেটের বড় একটা অংশ দেশের চাকুরিজীবি ও ব্যবসায়ীদের সুবিধার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।