একাধিক চুরির অভিযোগে পদত্যাগ করেছেন নিউজিল্যান্ডের এক নারী এমপি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিন পার্টির সংসদ সদস্য গোলরিজ ঘাহরামানের বিরুদ্ধে দুটি কাপড়ের দোকান থেকে তিনবার চুরির অভিযোগ উঠেছে। দোকান দুটির একটি অকল্যান্ডে ও অন্যটি রাজধানী ওয়েলিংটনে।
এ প্রসঙ্গে গোলরিজ বলেন, কাজের চাপে চরিত্রের বাইরে গিয়ে এমন কাজ করেছেন।
তিনি বলেন, ‘আমি অনেককে হতাশ করেছি। আমি খুবই দুঃখিত।’
মঙ্গলবার অকল্যান্ডের একটি বুটিক স্টোর থেকে ডিজাইনার হ্যান্ডব্যাগ নেওয়ার সময় ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। এর পরপরই গোলরিজ পদত্যাগের ঘোষণা দেন।
জাতিসংঘের প্রাক্তন মানবাধিকার আইনজীবী গোলরিজ ঘহরামান ২০১৭ সালে শরণার্থী হিসাবে নিউজিল্যান্ড সরকারের প্রথম এমপি হয়ে ইতিহাস তৈরি করেছিলেন। শৈশবেই তিনি সপরিবারে ইরান থেকে পালিয়ে যান। এরপর নিউজিল্যান্ডে তাদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়।