বর্তমান আধুনিক যুগে এক দেশ থেকে অন্য দেশে অতি দ্রুত ও নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে আকাশ পথের কোনো বিকল্প না থাকলেও মাঝে মধ্যেই বিভিন্ন কারণে সেই আকাশ পথেই ঘটে থাকে নানা দুর্ঘটনা। আর এরই জের ধরে খারাপ আবহাওয়ায় কারণে গতকাল রোববার (২৩ অক্টোবর) ১৭৩ আরোহী নিয়ে রানওয়ে থেকে ছিটকে পরে একটি কোরিয়ান বিমান।
এ সময় যাত্রীবাহী বিমানের অধিকাংশই দুমড়ে মুচড়ে যায়। তবে যাত্রীরা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এপি খবর।
ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে যে দুর্ঘটনার কারণে সেবু প্রদেশের ম্যাকটান দ্বীপের বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বিধ্বস্ত বিমানের বেশ কিছু ছবি প্রকাশ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
কোরিয়ান এয়ার জানায়, এয়ারবাস এসই এ৩৩০ মডেলের ফ্লাইটটি সিউল থেকে সেবুর উদ্দেশ্যে ছেড়েছিল। যাত্রীবাহী বিমানটি বৈরী আবহাওয়ায় অবতরণের জন্য দুইবার ব্যর্থ চেষ্টা করেছিল। তবে তৃতীয় দফায় চেষ্টা করলে স্থানীয় সময় রাত ১১টা ৭ মিনিটে রানওয়ে থেকে ছিটকে যায়।
তবে সৌভাগ্যবশত এ দুর্ঘটনায় কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সকল যাত্রীকে দ্রুত নিরাপদে নামিয়ে আনা হয় বলেও জানায় দেশটির বিমান কর্তৃপক্ষ।