গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের কোতোয়ালি থানার ফলমন্ডি এলাকায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের ২ ছাত্রীর কাছ থেকে মোবাইল ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাফিক পুলিশ সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারী।
তিনি বলেন, ‘সকালে হাঁটতে বেরিয়ে ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের ২ শিক্ষার্থী। তাদের গতিরোধ করে মোবাইল ছিনতাই করার সময় তারা চিৎকার দিলে আমি এগিয়ে যাই। তখন মোবাইল নিয়ে পালিয়ে যাওয়ার সময় পেছন থেকে জাপটে ছিনতাইকারীকে ধরে ফেলি।’
তিনি বলেন, পরে ওই ছিনতাইকারীকে কোতয়ালী থানার টহল দলের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, নগরীর ফলমন্ডি, চট্টগ্রাম রেলস্টেশন ও নিউমার্কেট এলাকায় অনেক ডাকাত ও ‘মা””দ”ক”সেবী’ রয়েছে। বিভিন্ন সময়ে পুলিশের অভিযান সত্ত্বেও ডাকাতরা বিভিন্নভাবে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। এ ছাড়া পুলিশের বিভিন্ন অভিযানে রায়জউদ্দিন বাজার থেকে চুরি হওয়া ও লুট করা শতাধিক মোবাইল উদ্ধার করা হয়েছে।
এদিকে আটক ওই ছিনতাইকারীকে খুব শীঘ্রই আদালতে হাজির করা হবে বলেও জানিয়েছেন পুলিশ সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারী। এই মুহূর্তে তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।