ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে ধরে নিয়ে থানায় মারধরের ঘটনায় রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে একদিনে দুইবার বদলি করা হয়েছে। প্রথমে ডিএমপির নির্দেশে তাকে রমনা বিভাগ থেকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) উত্তর বিভাগে বদলি করা হয়। পরে পুলিশ সদর দফতরের এক প্রজ্ঞাপনে হারুন-অর-রশিদকে এপিবিএন-এর অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে বলে জানানো হয়।
আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে তাকে বর্তমান কর্মস্থলের দায়িত্ব দেওয়া হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
অন্যথায় ১৩ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
এর আগে এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে শাহবাগ থানায় ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে মারধরের অভিযোগ ওঠে।
আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার জেরে মধ্যরাতে শাহবাগ থানার সামনে জড়ো হন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সকাল থেকে ছাত্রলীগের এই দুই নেতার ছবি ফেসবুকে দিয়ে বিক্ষোভ করছেন সাধারণ কর্মীরা। তবে এ ঘটনার বিষয়ে ছাত্রলীগের কোনো কেন্দ্রীয় নেতা প্রকাশ্যে মুখ খোলেননি।