বাংলাদেশের সিনেমায় অভিনেতাদের মধ্যে শীর্ষ তালিকায় যে কয়েকজন রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন নায়ক ফারুক। একটা সময়ে সিনেমায় ছিল তার দাপট। তবে দীর্ঘ দিন ধরেই ভালো যাচ্ছে না তার সময়কাল। ঢাকাই সিনেমার কিংবদন্তি এই অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) অভিনেতা ফারুকের জন্মদিন। এ উপলক্ষে একটি টিভি চ্যানেলে দেওয়া ভিডিও বার্তায় তিনি কান্নাজড়িত কণ্ঠে দোয়া চেয়েছেন।
সিঙ্গাপুর থেকে পাঠানো ভিডিও বার্তায় নায়ক ফারুক বলেন, সবার কাছে অনুরোধ, গুজবে কান দেবেন না। আল্লাহর রহমতে ভালো আছি। খুব শিগগিরই দেশে ফিরব।
এ সময় ফারুকের কণ্ঠে কান্না জুড়িয়ে যায়। দেশবাসীর জন্য দোয়া করে তিনি বলেন, দেশের মানুষের ভালোবাসা ফারুক কখনো ভুলবে না। দেশের প্রতিটি মানুষের কাছে দোয়া চাই, যেন খুব তাড়াতাড়ি দেশে ফিরতে পারি।
নায়ক ফারুক ‘সুজন সখী’, ‘নয়মনি’, ‘সারেং বউ’, ‘গোলাপী নাকের ট্রেন’, ‘সাহেব’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা হয়’সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার বেশির ভাগ ছবিই ছিল ব্যবসাসফল।
অভিনয়ের পাশাপাশি নায়ক ফারুক ছিলেন একাধারে প্রযোজকম, পরিচালকও। এ ছাড়াও নাম লিখিয়েছিলেন রাজনিতীর মাঠেও।