দীর্ঘ প্রায় সাড়ে আট বছর পর ফেনীর দুই এমপিকে মিলিয়ে দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে বসুরহাটে নির্বাচনী জনসভা শেষে তিনি তাদের একত্রিত করেন। এ সময় উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা।
তারা হলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এবং ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূনা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী রহিম উল্লাহ।
ফেনী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল মার্কা নিয়ে মাঠে প্রচারণা চালাচ্ছেন হাজী রহিম উল্লাহ। অপরদিকে, বৃহস্পতিবার বিকেলে দাগনভূঞা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে দলীয় প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি। নিজাম হাজারী দলীয় নেতাদের মাসুদ উদ্দিন চৌধুরীর পক্ষে কাজ করার নির্দেশ দেন। যদিও হাজী রহিম উল্লাহ ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন এবং নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচিত হন।
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে এই দুই এমপির সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সংসদ সদস্যের মধ্যে বিরোধ দেখা দেয়। সাবেক এমপি হাজী রহিম উল্লাহ বিরোধ মীমাংসার বিষয়টি নিশ্চিত করলেও নিজাম উদ্দিন হাজারী এমপির বক্তব্য পাওয়া যায়নি।