চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনকে দায়িত্ব নেওয়ার তিন ঘণ্টা পর বদলি করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সাবেক ওসি বিপ্লব কুমার নাথের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। পরে রাত ৮টার দিকে নির্বাচন কমিশনের নির্দেশে এ বদলি হয়।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে আলমডাঙ্গাসহ চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
চিঠিতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা, গাইবান্ধা জেলার সাঘাটা থানা, চট্টগ্রাম জেলার খুলশী থানা ও পটিয়া থানার ওসিদের বদলির নির্দেশনা দেওয়া হয়।
এর আগে গত ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা সদর থানা ও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির আদেশ আসে। সে অনুযায়ী মাগুরা শালিখা থানার ওসি মোশারেফ হোসেনকে আলমডাঙ্গা থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার তিনি দায়িত্বভার গ্রহণ করেন। কয়েক ঘণ্টা পর আবারও বদলি করা হয় ওসি মোশাররফকে।
এ বিষয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) নাজিম উদ্দিন আল আজাদ বলেন, ইসির বদলির আদেশ এসেছে। তবে পুলিশ সদর দপ্তর থেকে এখনো কোনো নির্দেশ আসেনি। তাই আলমডাঙ্গা থানায় কে ওসি হিসেবে যোগ দেবেন তা এখনো জানা যায়নি।