সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কথার প্রেক্ষিতে একটি স্ট্যাটাস দিয়েছেন বিএনপির সাবেক নেতা মেজর আখতার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কেউ ভোট চুরি করলে বাংলাদেশের মানুষ তাকে মেনে নেয় না। এ কথার প্রেক্ষিতে মেজর আখতারের দেয়া স্ট্যাটাসটি তুলে ধরা হলো হুবহু:-
“কেউ ভোট চুরি করলে বাংলাদেশের মানুষ তাকে মেনে নেয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”
দারুন সত্য কথা তিনি বলেছেন তবে কথাটি অর্ধ সত্য। কারন তিনি প্রমান করেছেন জনগণকে ঠিকমত ডান্ডাবেড়ি লাগাতে পারলে বাপ বাপ ডেকে তা মেনে নেয়। শুধু চুরি নয় – পুলিশ দিয়ে ভোট ডাকাতি করে পরের দিনের ভোট রাতে করালেও মামলা, হামলা, জেল, জুলুম, গুম ও খুনের ভয়ে সুবোধ বালকের মত জনগণ যেমন মেনে নেয় তেমনি বিদেশী দোসোরেরাও বেশ বেশ বলে বগল দাপায় ।
প্রধানমন্ত্রী প্রমান রেখে যাচ্ছেন রাজনীতি কাকে বলে এবং লোভী রাজনীতিবিদদের নিয়ে কিভাবে চৌকষ রাজনীতি করা যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনাই।
প্রসঙ্গত, একটা সময়ে মেজর আখতার ছিলেন বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা। তবে চলতি বছর তাকে দল থেকে করা হয় বহিস্কার। তবে দল থেকে বহিস্কার হলেও এখনো বিএনপি নিয়ে তিনি কথা বলে যান।