সম্প্রতি আসন্ন নির্বাচনকে ঘিরে নানা আলোচনার সৃষ্টি হচ্ছে না মহলে। ক্ষমতাসীন আওয়ামীলীগ আবারও ১৪ ও সালের মতো নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে যা দেশ জাতির জন্য দুর্ভাগ্য বয়ে আনবে। যার কারণে বাংলাদেশের নির্বাচন নিয়ে বন্ধুদেশগুলো বিভিন্ন উদ্যোগ গ্রহন করছে। বিষয়টি নিয়ে সা/মাজিক যোগাযোগ মাধ্যমে এ/কটি স্ট্যাটাস দিয়েছেন বি/শিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল হু/বহু পাঠকদের জন্য নি/চে দেওয়া হলো।
দাগ থেকে যদি ভালো কিছু হয়, তাহলে খারাপ কী? ২০১৪ ও ২০১৮ সালে যে নির্বাচন দেখেছি, সেগুলো ছিল জঘন্য নির্বাচন। নির্বাচনের নামে পুরো জাতির সঙ্গে নিষ্ঠুর প্রতারণা ও প্রহসন, তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। এখন এ অবস্থা থেকে বের হয়ে আসার ক্ষমতা তো এককভাবে বিরোধী দলগুলো দেখাতে পারছে না বা তাদের দেখাতে দেওয়া হচ্ছে না। এরকম ক্ষেত্রে যদি পজিটিভ অর্থে সুষ্ঠু, অবাধ নির্বাচন করার জন্য বিদেশি হস্তক্ষেপ ঘটে এবং এটার পেছনে যদি বাংলাদেশবিরোধী কোনো এজেন্ডা না থাকে, এটা যদি মূলত হয় অবাধ ও সুষ্ঠু নির্বাচন, তাহলে তো অবশ্যই এটা সুফল বয়ে আনতে পারে।