Sunday , January 12 2025
Breaking News
Home / International / দলীয় পদ থেকে সোনিয়া রাহুল প্রিয়াংকার পদত্যাগ নিয়ে জানা গেল প্রকৃত তথ্য

দলীয় পদ থেকে সোনিয়া রাহুল প্রিয়াংকার পদত্যাগ নিয়ে জানা গেল প্রকৃত তথ্য

ভারতীয় উপমহাদেশের ( Indian subcontinent ) রাজনীতির কথা বলতে গেলে, সামনে চলে আসে ভারতের গান্ধী ( Gandhi India ) পরিবার। দেশটির রাজনীতিতে বড় ধরনের ভূমিকা রেখেছেন তারা। বেশ কয়েক বছর আগে ক্ষমতাসীন গান্ধী পরিবারের কিছু সদস্যকে হ’/ত্যা করা হয়। ঘটনার কিছুদিন পর মা সোনিয়া ( Sonia ) গান্ধীর হাত ধরে রাজনীতিতে আসেন, ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী। এদেরকে গান্ধী পরিবারের পঞ্চম প্রজন্ম বলা হয়ে থাকে।

ভারতে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে হেরেছে কংগ্রেস। নির্বাচনে ব্যর্থ হওয়ায় ছেলে রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দল থেকে পদত্যাগ করতে চলেছেন কংগ্রেস সভাপতি সোনিয়া ( Sonia ) গান্ধী। ভারতীয় সংবাদমাধ্যমে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।রিপোর্ট অনুযায়ী, রবিবার ( Sunday ) কংগ্রেস ওয়ার্কিং কমিটির ( Congress Working Committee ) (সিডব্লিউসি ( CWC )) বৈঠক হতে চলেছে। ওই বৈঠকেই তারা পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে পাঞ্জাব, উত্তরপ্রদেশ ( Uttar Pradesh ), গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরের ( Manipur ) বিধানসভা নির্বাচনে কংগ্রেস শোচ’নীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে। পাঞ্জাবের ( Punjab ) আসনটিও কংগ্রেসের হাতছাড়া হয়. তবে এই ধরনের গুন্জন যেটা উঠেছে সেটা প্রকৃত তথ্য নয় বলে জানা গেছে।

উত্তরপ্রদেশ ( Uttar Pradesh )েও প্রিয়াঙ্কা গান্ধীকে ( Gandhi ) খালি হাতে ফিরতে হয়েছে। গোয়াতেও কংগ্রেস সরকার ( Congress government ) গঠনের ধারে কাছে যেতে ব্যর্থ হয়েছে। পাঁচ রাজ্যের নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই কংগ্রেস নেতারা গান্ধী পরিবারের পদত্যাগ দাবি করেন। চাপ ছিল শীর্ষ নেতৃত্বের ওপর.এ অবস্থায় তারা পদত্যাগ করতে যাচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।এর আগে, রাহুল গান্ধী ২০১৯ সালের ( year ) লোকসভা নির্বাচনের পতনের দায় নেওয়ার পরে কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন। তারপর থেকে, সোনিয়া ( Sonia ) গান্ধী কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি ছিলেন। এছাড়া প্রিয়াঙ্কা গান্ধীকে ( Gandhi ) সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এই ধরনের গুন্জন সত্যি নয় বলে জানিয়েছেন দলের বেশ কয়েকজন মুখপাত্র।

উল্লেখ্য, রাজনীতি ধরে রাখতে হলে সর্বপ্রথম দরকার হয়, ব্যক্তিত্ব, দক্ষতা, অস্তিত্ব, সমাজের সমস্ত দায়িত্ব কাঁধে নেওয়ার শক্তি ও সামর্থ্য। এসব দিক বিবেচনা করলে, “গান্ধী পরিবার কংগ্রেসের ( " Gandhi family belongs Congress ) সম্পদ”। বর্তমানে রাজনৈতিক ক্যারিয়ারে তাদের এই পরাজয়, তারা নিজেরাই মেনে নিতে পারছেন না। ইতিমধ্যে রাজনীতি থেকে অবসর নেবেন বলে কথা উঠেছে, খবরটি প্রকাশিত হওয়া পর্যন্ত ঘটনাটির সত্যতা তেমনভাবে মেলেনি। সর্বশেষ খবর পাওয়া গেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির ( Congress Working Committee ) বৈঠক চলছে।

About bisso Jit

Check Also

যুক্তরাষ্ট্রে ভিসা চেয়েও পাননি মোদি, জানুন নেপথ্যের কারণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে ভারত কতটা উন্নতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *