ইসলামী ব্যাংক দখল নিয়ে যেসব অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৯ ডিসেম্বর) রাতে নীলফামারীর সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী ব্যাংক দখল করেনি। বরং এই ব্যাংক তার মায়ের কোলে ফিরে এসেছে। ৫ আগস্টের পর কিছু নতুন গোষ্ঠী ব্যাংক দখলের চেষ্টা করেছিল, তবে তারা সফল হতে পারেনি। ইসলামী ব্যাংক নিয়ে জামায়াতের বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী কারও ওপর জোর করে পর্দা চাপিয়ে দেবে না। আমরা এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করব, যেখানে নারীরা স্বেচ্ছায় পর্দা করবে। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। সব ধর্ম, সব বর্ণের মানুষ সমান অধিকারের ভিত্তিতে শান্তিতে বসবাস করবে।”
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে শফিকুর রহমান বলেন, “আমরা এমন একটি দেশ চাই যেখানে কোনো চাঁদাবাজি, দুর্নীতি বা অন্যায় থাকবে না। কৃষকরা তাদের ফসল ফলিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। ব্যবসায়ীদের কোনো প্রতিষ্ঠানের ওপর জুলুম করা হবে না। শিল্প, স্বাস্থ্য, শিক্ষাসহ প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধি এনে দেশকে সাজানো বাগানের মতো করে তুলব, ইনশাআল্লাহ।”
সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “শেখ হাসিনা চুরি করে দেশের অর্থনীতিকে খোকলা করে ফেলেছেন। স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে তারা নিজেদের স্বার্থ রক্ষা করেছেন। তবে নতুন প্রজন্ম তাদের চেতনাবাজি ধরতে পেরেছে। ফলে তাদের পতন ঘটেছে এবং তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।”
এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ৫ আগস্টের পর ইসলামী ব্যাংক একটি রাজনৈতিক দল দখল করেছে। তিনি বলেন, “চাঁদাবাজদের বিদায় হয়েছে, কিন্তু ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা এখনো চলছে।” রিজভী আরও দাবি করেন, “৭১ এবং ৯০-এর গৌরব বিএনপির, যা কেউ মুছে ফেলতে পারবে না।”