থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেনকে থানার দায়িত্ব নেওয়ার তিন ঘণ্টা পর বদলি করা হয়েছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সাবেক ওসি বিপ্লব কুমার নাথের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। পরে রাত ৮টার দিকে নির্বাচন কমিশনের নির্দেশে তাকে বদলি করা হয়।
নির্বাচন কমিশনের দেওয়া চিঠিতে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা, গাইবান্ধা জেলার সাঘাটা থানা, চট্টগ্রাম জেলার খুলশী থানা ও পটিয়া থানার ওসিদের বদলির নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা সদর থানা ও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির আদেশ আসে। সে অনুযায়ী মাগুরা শালিখা থানার ওসি মোশাররফ হোসেনকে আলমডাঙ্গা থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার তিনি দায়িত্ব গ্রহণ করেন। কয়েক ঘণ্টা পর আবারও বদলি করা হয় ওসি মোশাররফকে।
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাজিম উদ্দিন আল আজাদ বলেন, ইসি থেকে বদলির আদেশ পেয়েছি। তবে পুলিশ সদর দপ্তর থেকে এখনো কোনো নির্দেশ আসেনি। তাই আলমডাঙ্গা থানায় ওসি হিসেবে যোগদান করুন।