Friday , March 14 2025
Breaking News
Home / Entertainment / থানার এত কাছে দিনে দুপুরে এভাবে চুরি হলো, ভেবেই অবাক লাগছে : অভিনেতা সাহেব

থানার এত কাছে দিনে দুপুরে এভাবে চুরি হলো, ভেবেই অবাক লাগছে : অভিনেতা সাহেব

ভারতীয় বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্য। গতকাল নিজের ব্যবহৃত মানিব্যাগটি হারিয়ে বেশ শংসয়ের মধ্যে পড়েছিলেন তিনি। বিশেষ করে, টাকার থেকেও গুরুত্বপূর্ণ কিছু কাগজ-পত্র ছিল মানিব্যাগটিতে। আর এ কারনেই রীতিমতো দুশ্চিন্তায় পড়েন তিনি। তবে এরই মধ্যে তার হারিয়ে যাওয়া মানিব্যাগ ফেরত পেয়েছেন বলে জানিয়েছেন গুণি এই অভিনেতা নিজেই।

এমনকি মানিব্যাগের ভেতরে থাকা কাগজপত্র, এটিএম কার্ড এবং টাকা যা ছিল, তার কিছুই হারায়নি। অভিনেতার হারিয়ে যাওয়া মানিব্যাগটি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলেন এক রাজমিস্ত্রি।

জানা যায়, রোববার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে ভবানীপুর থানার কাছে জিমের সামনে গাড়ি রেখে ভেতরে যান সাহেব। ঘণ্টাদেড়েক শরীরচর্চা সেরে তিনি নিচে নামেন। গাড়িতে উঠে দেখেন সেখান থেকে তার মানিব্যাগটি উধাও। অথচ, গাড়ির চারটি দরজাই বন্ধ ছিল। এমনকি চার জানালার কাঁচও তোলা ছিল।

সাহেবের ভাষ্য, ‘গাড়ি লক করা ছিল। ভাঙচুরও হয়নি। কিন্তু ভেতর থেকে মানিব্যাগ উধাও! এটা যে কীভাবে সম্ভব, জানি না। থানার এত কাছে, দিনে দুপুরে এভাবে চুরি হলো- ভেবেই অবাক লাগছে।’

তিনি আরও বলেন, ‘যে বা যারা এই কাণ্ডটি ঘটিয়েছে, তারা নিশ্চয় খুবই দক্ষ। তা না হলে এ ভাবে চুরি করতে পারত না!’

এদিকে এ ঘটনার পরপরই নিকস্থ একটি থানায় অভিযোগ দায়ের করেন টালিউড এই অভিনেতা। আর এ অভিযোগ পাওয়ার পরপরই রীতিমতো অভিযান চালাতে শুরু করে পুলিশ। কিন্তু এর কয়েক ঘন্টার পরই সাহেবের ব্যবহৃত মানিব্যাগটি থানায় এসে জমা দেন এক রাজমিস্ত্রি। এরপর এব্যাপারে অবগত করলে থানায় এসে মানিব্যাগটি নিয়ে যান গুণী এই অভিনেতা।

About

Check Also

গান গাইতে গাইতে মঞ্চেই লুটিয়ে পড়লেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন

বাংলা সংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন দীর্ঘ এক বছর পর মঞ্চে ফিরে এলেও গান পরিবেশনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *