নির্বাচনকে সামনে রেখে রাজনীতি মাঠে সক্রিয় হতে দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোকে। তবে ক্ষমতাসীন আওয়ামীলীগ বিরোধী দলগুলোকে রাজনৈতিক কর্মসচী পালনে বাধা দিতে ভিন্ন কৌশল নিচ্ছে। তবে বিরোধী দল বিএনপি নিরপেক্ষ সরকারের দাবিতে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে যা সরকারের চিন্তার কারন হয়ে দাঁড়াচ্ছে। সরকারের বিভিন্ন কর্মকান্ডে বিশেষ করে অর্থনেতিক সংকট ও জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতাকে কাজে লাগিয়ে আন্দোলকে সফল করতে প্রচেষ্টা চালাচ্ছে বিএনপি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবাহু পাঠকদের জন্য সেটি তুলে ধরা হলো।
গণ পরিবহন বন্ধ করে বিএনপির ময়মনসিংহের মহাসমাবেশ ভন্ডুল হয় নাকিরে বেকুব। বিএনপি কি তোর মতো টেকা দিয়ে সমাবেশে টোকাই আনে?
তোর দলের চোর বাটপার ছাড়া আজ বাংলাদেশের সব মানুষ বিএনপি। আমারই বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ। আমরা ৫% এর কায়েম করা ফ্যাসিস্ট শাসনের অবসান করবো দ্রুতই।
পরিবার নিয়ে গনসমাবেশে আসুন। গনবিপ্লবে সামিল হোন। ইতিহাসের অংশ হোন।
প্রসঙ্গত, আওয়ামীলীগ বিরোধী দলের সভা-সমাবেশ বানচাল করতে যে ধরনের অপতৎপরতা চালাচ্ছে সত্যই সেটি রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করছে বলে মন্তব্য করেন পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, ক্ষমতায় থাকতে ভিন্ন কৌশল নিচ্ছে সরকার।