বাংলাদেশে সফররত পাকিস্তান ক্রিকেট দল টি-টুয়েন্টির পর এবার টেস্ট ম্যাচের খেলায় রয়েছে চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে। আর সেই খেলা দেখতে আসেন এক যুবক যিনি পাকিস্তানের জার্সি পরেই পাকিস্তান বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখতে আসেন। কিন্তু এতটা সমালোচনার পরেও ঐ যুবক পাকিস্তানের জার্সি পরে আসায় ধাওয়া দেওয়ার মাধ্যমে জার্সি খুলে নেন চট্টগ্রামের মুক্তিযুদ্ধ মঞ্চ সংগঠনের বেশ কয়েকজন কর্মী। কিন্তু বিপত্তি সৃষ্টি হয় অন্য জায়গায়। তাঁদের ধাওয়া খেয়ে নিজেকে বাঁচাতে দৌড়ে গিয়ে একেবারে ঝাঁপ দিয়ে পড়েন ড্রেনে।
পাকিস্তানি জার্সি গায়ে আসা ব্যক্তির নাম জানা যায়নি। তিনি স্থানীয় কাট্টলী এলাকার বাসিন্দা এবং গত মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে এসেছেন।
ঘটনার বর্ণনা জানিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি শেখ মাহবুবুর রহমান বিভেল বলেন, ‘আমরা আগেই ঘোষণা দিয়েছি, চট্টগ্রামের মাটিতে পাকিস্তানি পতাকা, জার্সি গায়ে কোনো বাংলাদেশি প্রবেশ করতে পারবে না। সকাল ১১টার দিকে দেখি, পাকিস্তানের জার্সি পরে এক যুবক আসছে। তাকে আমাদের কর্মসূচির কথা জানে কি না, জিজ্ঞেস করলে সে সব জেনেই পাকিস্তানকে সমর্থন করতে আসছে বলে জানায়। পরে তার জার্সি আমরা খুলে নিই।’
বাংলাদেশে পাকিস্তান ক্রিকেট দল খেলতে আসার পর থেকেই আলোচনায় আসে দলটির কর্মকান্ড। তারা মিরপুর একাডেমির মাঠে অনুশীলনের সময় পাকিস্তান দল মাঠে তাদের দেশের পতাকা উড়িয়ে অনুশীলন করে। যেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এরপর মীরপুর স্টেডিয়ামে কয়েকজন বাংলাদেশের পাকিস্তানী সমর্থক পাকিস্তানের পতাকা উড়িয়ে তাদের জয় উল্লাস করে। এই ঘটনায় আরো বেশি আলোচনায় আসে বিষয়টি। এরপর প্রতিরোধ করার ঘোষনা দেয় বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সংগঠন।