দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
দলীয় সূত্রে জানা গেছে, তৈমুর আলম এ আসনে প্রার্থী হতে সরকারের সঙ্গে দরকষাকষি করছেন। সরকারের এক পক্ষ তৈমুরকে এ আসনে প্রার্থী না হতেও বলেছে।
কোন আসনে নির্বাচন করবেন তা নিয়ে তৈমুর আলম খন্দকারের কথোপকথনের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপর ফোনের ওপাশ থেকে তৈমুর আলমকে কিছু বলা হয়।
জবাবে তৈমুর আলম বলেন, ‘আমি ৫-এ (নারায়ণগঞ্জ-৫ আসন) কিনব না। প্রধানমন্ত্রীর সামনে যা বলার বলেছি। কথার বদলাবো না। তারা গাজী (গুলাম দস্তগীর) দ্বারা বায়াসড (প্রভাবিত) হয়েছে। আমাদের দিয়ে যা খুশি করবেন, তা হবে না।
সরকারের পৃষ্ঠপোষকতায় তৃণমূল বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মতো দল গঠন করে বিরোধী দলগুলোকে বিভক্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি ও গণতান্ত্রিক মঞ্চের নেতারা। এমন আলোচনার মধ্যেই তৃণমূল বিএনপি মহাসচিবের আসন নিয়ে কথোপকথনের ভিডিও ফুটেজ রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি করেছে।
ভাইরাল ভিডিও প্রসঙ্গে তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ আমাকে চায়। তারা নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নির্বাচন দাবি করতে পারেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো আলাপ-আলোচনার বিষয়ে আমি একথা বলেছি, এটাও একটা বিষয়। আসন ভাগাভাগি হলে নৌকা চাইতাম।
তবে কার সঙ্গে কথোপকথন হয়েছে তা জানাতে রাজি হননি তৈমুর আলম।
বুধবার পল্টনে তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক তৈমুর আলম খন্দকার। ৩০০ আসনের মধ্যে ২৩০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি।
বাকি আসনগুলোতে প্রার্থীদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে তৃণমূল বিএনপি। দলের ঘোষিত প্রার্থীদের মধ্যে পাঁচজন সাবেক সংসদ সদস্য রয়েছেন।
সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন তৃণমূল বিএনপি চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।