সম্প্রতি দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র ক্ষমতাসীন আাওয়ামীলীগ আবারও নতুন খেলা শুরু করেছে।আর এই খেলার অংশ নিতে কিছু ক্ষমতা লোভী রাজনীতিবিদ।যাদের জনগণের কাছে কোনো ধরনের জনপ্রিয়তার লেশ মাত্র নেই।আর এদের টার্গেট করেই আবারও পাতানো করতে এগিয়ে যাচ্ছে আওয়ামীলীগ।তবে এবার আর ১৪ ও ১৮ সালের মতো নির্বাচন করে পার পাবে না তা ইতিমধ্যে তারা বুঝতে পেরেছেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
তৈমুর বিএনপি ভাঙ্গতে গিয়া নিজেই ভাইঙ্গা গেছে। নমিনেশন পাইলেই যেইখানে এমপিগিরি কনফার্ম সেইখানে হাসিনা এই দল ভাঙানি ম্যানেজ করবে কেমনে? আন ইনটেন্ডেড কন্সিকুয়েন্স বলে ম্যানেজমেন্টে একটা আলাপ আছে। মানে যেইটা চাইনা, সেইটা ঘইট্যা যাওয়া। প্রহসনের নির্বাচনের আন ইনটেন্ডেড কন্সিকুয়েন্স যে কী কী আসবে এইটা তৈমুর, মুচুয়া ইব্রাহিম আর হাসিনা কল্পনাও করতে পারতেছে না।
মুচুয়া ইব্রাহিম কই? আর হ্যা ভালো কথা বি চৌধুরী আর মাহি বি চৌধুরী কই? আওয়াজ পাইতেছি না। নাকি হাসিনা ওগেরেও প্যাকেট কইর্যা দিছে। আগেরবার ইলেকশনে সেকী হাকডাক। বিশ্বাসঘাতকতার টিকিট ওয়ান ওয়ে। ওরা না ঘরকা না ঘাটকা হইয়া থাকে।
দুইন্যা এতো সুজা না ভাইজান। ভাত ছিটাইলে কাকই পাওয়া যায়। কারণ কাকের ছিটানো ভাত দরকার। মানুষ পাইবেন না। তৈমুর আর মুচুয়া নিয়া খেলতে হবে।