ক্ষমতাসীন আওয়ামীলীগ বিনা ভোটে জোর করে দীর্ঘ ক্ষমতায় রয়েছে।যদিও তাদের পক্ষ থেকে বলা হয় জনগণের ভোটে তারা নির্বাচিত তবে বাস্তবা যে কী তা এদেশের ১৮ কোটি জনগন জানে। আওয়ামীলীগ ১৪ ও ১৮ মতো ২৪ সালেও একতরফা ভোট করে ক্ষমতায় বসেছে।কিন্তু রাজনৈতিক মহল থেকে বার বার বলা হচ্ছে এই আওয়াীলীগ আর সেই জনগনের দল নেই। ভোট বিহীন ক্ষমতায় থেকে তারা জন বিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ গোলাম মাওলা রনি হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
তোফায়েল আমুর বিদায় ! মতিয়া শেখ সেলিম আবুল হাসনাতদের দিনও শেষ ! কি হবে আ. লীগের !
প্রসঙ্গত, জোর করে ক্ষমতায় টিকে থাকলেও নেতৃত্ব হারিয়েছে আওয়ামীলীগ। দলের ভিরতে দ্বন্দ্বে হেভিওয়েট নেতারা দল থেকে ছিটকে পড়েছে। দিন দিন নেতৃত্ব শূন্য হয়ে পড়ছে দলটি।