Wednesday , January 8 2025
Breaking News
Home / International / তুরস্কে ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে স্ত্রীসহ ‘কুরুলস উসমান’-খ্যাত অভিনেতা নিহত

তুরস্কে ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে স্ত্রীসহ ‘কুরুলস উসমান’-খ্যাত অভিনেতা নিহত

ভূমিকম্পে যেন ধ্বংসস্তূপে পরিনিত হয়েছে পুরো তুরস্ক। একের পর এক সব মর্মান্তিক ঘটনা সামনে আসছে এই ভূমিকম্পের পর থেকেই। এবার জানা গেলো তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে স্ত্রীসহ নিহত হয়েছেন দেশটির জনপ্রিয় টিভি সিরিজ ‘কুরুলস উসমান’-এর অভিনেতা। নিহত অভিনেতার নাম জগদুস জানকায়া, তার স্ত্রীর নাম লাজন ট্যাগ্রিস।

তুর্কি প্রযোজনা সংস্থা বোজদাগ ফিল্ম এবং সিরিজের পরিচালক মেহমেদ বোজদাগ জিও নিউজ, ডেইলি জং এবং ডনকে এই তথ্য জানিয়েছেন।

ধারাবাহিকটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন জগদুস জানকায়া। আর তার স্ত্রী লাজান ট্যাগ্রিস ছিলেন একজন গায়ক।

তুর্কি প্রযোজনা সংস্থা বোজদাগ ফিল্ম অভিনেতা ও তার স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে। শোক বার্তায় অভিনেতা জগদুস জানকায়া ও তার স্ত্রী লাজান ট্যাগ্রিসসহ ভূমিকম্পে নিহতদের মাগফেরাত কামনা করেন।

প্রসঙ্গত, ‘কুরুলস উসমান’ বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি ইসলামী ধারাবাহিক। শুধু তুরস্ক নয় বিশ্বের সব দেশেই এই সিরিজটি এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিশ্বের ৭৩টি দেশে প্রচারিত দর্শকনন্দিত সিরিজটি আন্তর্জাতিক ভেনিস টিভি অ্যাওয়ার্ড ২০২০-এ সেরা সিরিজ নির্বাচিত হয়েছে।

About Rasel Khalifa

Check Also

বাংলাদেশ প্রসঙ্গে সুর পাল্টালেন মমতা

বাংলাদেশ থেকে মুক্তি পাওয়া ৯৫ ভারতীয় জেলের সঙ্গে সাক্ষাৎ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *