বর্তমান আধুনিক যুগে এক দেশ থেকে অন্য দেশে খুবই দ্রুত ও নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে আকাশ পথের কোনো বিকল্প নেই বললেই চলে। তবে মাঝে মধ্যেই নানা কারণে সেই আকাশ পথেই ঘটে থাকে নানা দুর্ঘটনা। আর এরই জের ধরে এবার উত্তরাখণ্ডে কেদারনাথ তীর্থযাত্রীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ঘটনাস্থলেই দুই পাইলটসহ প্রাণ হারান মোট ৬ জন।
উদ্ধারকারী কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পরপরই প্রশাসনিক দল উদ্ধার কাজ শুরু করে। কেদারনাথ থেকে দুই কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
কেদারনাথ হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াক জেলায় অবস্থিত। হিমালয়ে প্রায় ৪০০০ মিটার উচ্চতায় মন্দাকিনী নদীর তীরে একটি মন্দির রয়েছে। সেই এলাকার নাম কেদারনাথ। তাই মন্দিরটির নামকরণ করা হয় কেদারনাথ মন্দির। এটি দুর্গম পাহাড়ে অবস্থিত হওয়ায় সমতল থেকে অনেক তীর্থযাত্রী হেলিকপ্টার ব্যবহার করেন। দ্য
এদিকে হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আবহাওয়া খারাপ থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে সরকারিভাবে এখন পর্যন্ত কোনো কিছুই জানায়নি।
#WATCH | Uttarakhand: A helicopter carrying Kedarnath pilgrims from Phata crashes, casualties feared; administration team left for the spot for relief and rescue work. Further details awaited pic.twitter.com/sDf4x1udlJ
— ANI (@ANI) October 18, 2022