তিশার মা অভিযোগ করে বলেন, তিশা এখন যা বলছে সবই শেখানো কথা। এখন তিশাকে বাঁচার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন মুশতাক। মুশতাক ভালো করেই জানে যে তিশা একবার মুখ খুললে তার খবর আছে।
মঙ্গলবার জামাতা খন্দকার মুশতাকের বিরুদ্ধে এমন অভিযোগ করেন তিশার মা।
তিনি বলেন, তিশা আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন কিন্তু মুশতাক কোনোভাবেই যোগাযোগ করতে দিচ্ছেন না। তিশা খুবই লাজুক এবং সহজ সরল মেয়ে। তাকে যেভাবে পরিচালনা করা হচ্ছে সেভাবে তাকে পরিচালিত হচ্ছে।
তিশার মা জানান, কাবিননামায় তিশাকে সই করতে বাধ্য করা হয়। খন্দকার মুশতাকের বিচার ও শাস্তি চাই। মুশতাক আমার মেয়েকে জিম্মি করে কাবিননামায় স্বাক্ষর করতে বলে। কিন্তু আমার মেয়ে স্বাক্ষর করবে না, তারপর বলে যে আমি তোমার ছবির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিব। টিসি নিয়ে স্কুল থেকে বের হব। আমি গভর্নিং বোর্ডের একজন সদস্য; প্রিন্সিপ্যাল আমার খুব কাছের, তুমি তো জানো। বাধ্য হয়ে সই করেন তিশা। এটাকে আমি বিয়ে বলব না।
প্রসঙ্গত, সিনথিয়া ইসলাম তিশা ও খন্দকার মুশতাক আহমেদের অসম বয়সে বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। ৬০ বছর বয়সী খন্দকার মুশতাককে বিয়ে করেন ১৮ বছর বয়সী তিশা।
এই বিয়ে এখনো মেনে নেয়নি তিশার পরিবার। শুধু তাই নয়, এই বিয়ে পৌঁছেছে আদালত পর্যন্ত। বিষয়টি এখনো বিচারাধীন।
বাবা সাইফুল ইসলাম বেশ কিছুদিন ধরে তার বড় জামাইয়ের বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছিলেন। এবার মুখ খুললেন তিশার মা।