Friday , January 10 2025
Breaking News
Home / Countrywide / তিনি আমার অনেক ধৈর্য বাড়িয়ে দিয়েছেন, আমি সেভাবেই থাকতে চাই : আইভী

তিনি আমার অনেক ধৈর্য বাড়িয়ে দিয়েছেন, আমি সেভাবেই থাকতে চাই : আইভী

নারায়ণগঞ্জের বার বার নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ সিটির উন্নয়নে যিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। জনপ্রিয় এই নগর পিতা দীর্ঘ ধরে নারায়ণগঞ্জ নগরবাসীর কল্যানে কাজ করে যাচ্ছেন। যার কারনে তিনি নগরবাসীর কাছে আস্থার প্রতীক হিসেবে নিজের অবস্থান ধরে রাখতে পেরেছেন। এবার সাংবাদিকদের প্রতি যে আহ্বান করলেন তিনি।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমি আপনাদের অনুরোধ করব, গঠনমূলক সমালোচনা করুন। কারও নির্দেশে অযথা মানুষকে হয়রানি করবেন না প্লিজ। কারণ এত মিথ্যা অনেক সময় ধৈর্যে কুলায় না। আগের থেকে অনেকটা বেটার অবস্থানে নারায়ণগঞ্জ।’

মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা গ্রন্থাগারে সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র আইভি বলেন, ‘২০০৪ বা ২০১১ তে যেই অবস্থা ছিল তার থেকে ভালো অবস্থান এখন। আমরা আপনাদের শত্রু নই। সমালোচনা সহ্য করার সক্ষমতা হয়ে যাওয়ায় আপনাদের প্রতি এখন সব সময় কৃতজ্ঞতা জানাই। এ জন্য সাংবাদিকদের ধন্যবাদ। আরেকজনকে ধন্যবাদ দিতে হয়, তিনি আমার শ্রদ্ধেয় বড় ভাই। তার কারণে আমি সারা বাংলাদেশ ও পৃথিবীতে পরিচিত হয়েছি। তিনি আমার অনেক ধৈর্য বাড়িয়ে দিয়েছেন। মাটিও মনে হয় এত ধৈর্য ধরে না। আমি রাগ করা আর কড়াভাবে কথা বলাও ভুলে গেছি। আমি সেভাবেই থাকতে চাই।’ ‘

শীতলক্ষ্যা নদী রক্ষা প্রসঙ্গে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র আইভী বলেন, ‘ড্যাপ (ডিটেইল এরিয়া প্ল্যান) শীতলক্ষ্যা নদীর দুই পাড়ে ভারী শিল্প গড়ে তুলতে চায়। ইতিমধ্যে এখানে প্রচুর শিল্প কারখানা গড়ে উঠেছে। আমি সাংবাদিকদের অনুরোধ করব এই বিষয় নিয়ে লেখালেখি করা যায় কিনা।’ ‘

মেয়র আইভী বলেন, ‘একদিকে কারখানার বর্জ্য শীতলক্ষ্যা মৃত প্রায়। এখন নতুন করে ভারী শিল্প গড়ে উঠলে এই নদী বাঁচবে না।শীতলক্ষ্যা না বাঁচলে আমরাও বাঁচব না। যেই শহরে পানি নাই, সেই শহর ন্যাচারালি বাঁচে না। ২০ বছর পর এই শহরে প্রচুর সমস্যা দেখা দেবে। আমি চাইব বিষয়টি সংসদে তুলবেন।’

মেয়র আইভী ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছেন জানিয়ে বলেন, ‘আমি ড্যাবের বিষয়ে লিখিত আপত্তি জানিয়েছি। বিভিন্ন সভা-সেমিনার করেছি। বিষয়টি পরিবেশমন্ত্রীকেও জানিয়েছি। কিছু অঞ্চলে কারখানা দিতে পারে, কিন্তু পুরো শীতলক্ষ্যা নিয়ে নয়।’

নারায়ণগঞ্জের ঐতিহ্যের কথা উল্লেখ করে মেয়র আইভী বলেন, “আমরা নারায়ণগঞ্জে স্বমহিমায় দাঁড়িয়ে আছি। সাতটি থানারই নিজস্ব ঐতিহ্য রয়েছে। আমরা মসলিন, জামদানি, বাটিক, আদমজী, রাজনীতি সবকিছুর জন্য বিখ্যাত। কিন্তু আমরা করেছি। নারায়ণগঞ্জকে ইতিবাচকভাবে হাইলাইট করি না। রাজনীতিবিদরা প্রায়ই নেতিবাচক দিক তুলে ধরেন। বিগত ২০-৩০ বছরের কথা বলি ঠিকই, কিন্তু ১০০ বছরের ইতিহাস ভুলে যাই। আমি মনে করি আমাদের সবার উচিত নারায়ণগঞ্জকে ইতিবাচকভাবে তুলে ধরা। আমাদের কিছু সীমাবদ্ধতা, সমস্যা আছে। এসবের পাশাপাশি আমাদের নিজেদের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে হবে।’

এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন অসুস্থ সাংবাদিকদের মাঝে চেক বিতরণ ও ফল উৎসবের আয়োজন করেছে। সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসেন স্মিথ।

অনুষ্ঠানে ৫ জন সাংবাদিকের হাতে মোট নয় লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা প্রশাসক আনোয়ার হোসেন, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, সাবেক এনইউজে সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাবেক এনইউজে সভাপতি নাফিজ আশরাফ প্রমুখ।

প্রসঙ্গত, কারর কথায় শুনে কোন কোন ব্যক্তির বিরুদ্ধে খারার কিছু না লেখার আহ্বান জানা্ন গনমাধ্যমকর্মীদের প্রতি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জের ইতিবাচক দিকগুলো তুলে ধরার উচিত বলে মন্তব্য করেন মেয়র আইভী।

About Babu

Check Also

কৃষকদল নেতার জুয়ার আসরে অভিযান, আইনজীবী-কাউন্সিলরসহ গ্রেপ্তার ৯

ময়মনসিংহে এক জুয়ার আসরে অভিযান চালিয়ে আইনজীবী ও কাউন্সিলরসহ ৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *