সম্প্রতি দ্রব্যের মূল্যে লাগাম বৃদ্ধিতে দিশেহার দেশের সাধারণ মানুষ।অথচ সরকারের দায়িত্বে থাকা মন্ত্রীদের কথা শুনলে মনে হয় আমরা স্বর্গে আছে।সরকারের শীর্ষ পদে থেকে এমন মন্তব্যে অনেকে হতবাক করে।দায়িত্বশীল পদে থেকে এমন মন্তব্য কতোটা যৌক্তিক। এর মূল কারণ হচ্ছে তাদের এখন আর জনগণের ভোট লাগে না। বিনা ভোটেই এমপি হয়ে যান। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন ডা. আব্দুন নূর তুষার হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
তিনবার লিপস্টিক চারবার স্যান্ডেল ডলারের দাম স্যার করেন তো হ্যান্ডেল।
প্রসঙ্গত, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার ও লাগামহীন দুর্নীতির কারণে দেশের অর্থনীতি সংকটের মুখে পড়েছে।অথচ সরকারের মন্ত্রী-এমপিরা অবাস্তব মন্তব্য করেই যাচ্ছেন।