হ্যালো, এটা কি পুলিশ কন্ট্রোল? একটা দোকানে ঢুকেছিলাম চুরি করতে, লোক জানতে পারে গেছে, আমারে তো পিটাইয়া মা/ইরা ফালাইবো। জলদি খানকা রোডে পুলিশ পাঠান, আমাকে বাঁচান।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার কদমাতলী থানাধীন খানকা রোডে পাসপোর্ট অফিসের পাশের একটি দোকান থেকে হৃদয় নামের এক যুবক ৯৯৯’ নম্বরে ফোন করে সাহায্য চান। ৯৯৯ তাৎক্ষণিকভাবে কদমাতলী থানায় বিষয়টি অবহিত করে দ্রুত ব্যবস্থা নিতে বলে।
ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স অফিসার পুলিশ ইন্সপেক্টর আনোয়ার সাত্তার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, খবর পেয়ে কদমাতলী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ততক্ষণে জনগণ হৃদয়কে ধরে কিছুটা পিটুনি দেয়া শুরু করেছিল। পরে পুলিশ ওই অবস্থা থেকে হৃদয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে এবং কলকারীকে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।