কিছুদিন আগে আলোচনায় আসা ই-কমার্স কোম্পানি ইভ্যালির টাকা আত্মসাতের অভিযোগ ওঠে অভিনয় শিল্পী তাহসান খান, রাফিয়াত রশিদ মিথিলা, শবনম ফারিয়াসহ আরো অনেকের বিরুদ্ধে। এরপর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এবার এই সকল আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাতে শুরু করেছে পুলিশ। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়েছেন এমন খবর পাওয়া যায়নি। মামলার ৯ জন আসামিকে পুলিশ তাদের নজরদারিতে রেখেছেন বলে জানা গেছে।
জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, তাঁদের গ্রেপ্তার করতে সম্ভাব্য বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত আছে। তবে এঁদের মধ্যে একজন দেশের বাইরে রয়েছেন। অন্য দুজন দেশেই আছেন বলে খোঁজ নিয়ে জানা গেছে। মামলা হওয়ার পর গাঢাকা দেওয়ায় তাঁদের এখনো ধরা যায়নি।
গত ৪ ডিসেম্বর সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক রাজধানীর ধানমণ্ডি থানায় ৯ জনকে আসামি করে একটি মামলা করেন। এঁদের মধ্যে তাহসান ইভ্যালির শুভেচ্ছাদূত, মিথিলা ফেস অব ইভ্যালি লাইফস্টাইলের শুভেচ্ছাদূত আর শবনম ফারিয়া ছিলেন প্রধান জনসংযোগ কর্মকর্তা। তাঁরা এই মামলার ৭, ৮ ও ৯ নম্বর আসামি। যেকোনো সময় তাঁদের গ্রেপ্তার করা হতে পারে।
এদিকে জানা গেছে, মিথিলা এবং ফারিয়া আগাম জামিনের জন্য আবেদন করেছেন। ইভ্যালির সাথে তারা যুক্ত থেকে অনেকটা আক্ষেপ করছেন বলে জানা গেছে। তারা বিষয়টি থেকে নিজেদের মুক্ত করার জন্য ইতিমধ্যে আইনী পরামর্শ নিয়েছেন। তবে তাদের জামিন নাঘলে যেকোনো সময় গ্রেফতার হতে পারেন বলে জানা গেছে।