বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে শারমিন আহমদ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনা ও তার পরিবারের কেউ আর দেশের রাজনীতিতে ফিরতে পারবে না। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রসঙ্গে শারমিন আহমদ বলেন, “মাফিয়াতন্ত্রের সঙ্গে যুক্ত নেতাদের দল থেকে বহিষ্কার করে পরিচ্ছন্ন নেতৃত্ব আনা হলে হয়তো এক বা দুই যুগ পর আওয়ামী লীগ আবার দেশের রাজনীতিতে ফিরতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে এমন সম্ভাবনা খুবই ক্ষীণ।” তিনি আরও বলেন, শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরসহ নেতৃত্বে থাকা আওয়ামী লীগ নেতাদের বিচারের আওতায় আনা উচিত।
শারমিন আহমদ আরও বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ মাফিয়া লীগের রূপ নিয়েছে। সৎ ও দেশপ্রেমিকদের একত্রিত করে দলের পুনর্গঠনের প্রয়োজন। তরুণদের প্রাণহানির ঘটনায় দলটির ভেতরে কোনো অনুশোচনা নেই, যা উদ্বেগজনক।”
তাজ পরিবার আওয়ামী লীগের নেতৃত্বে আসার বিষয়ে তিনি বলেন, “আমাদের পরিবারের পক্ষ থেকে আওয়ামী লীগের নেতৃত্ব গ্রহণের প্রশ্নই আসে না।”
তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি সোহেল তাজ ভেঙে যাওয়া আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারেন? যদিও এ বিষয়ে এখনো উভয় পক্ষ থেকেই কোনো মন্তব্য আসেনি। এই আলোচনাগুলো জনমনে একান্তই জল্পনা।