বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক শাকিব খান পরিচালক সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালোবাসা’ (১৯৯৯) চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। মাসুদ রানা থেকে শাকিব খান নামও দিয়েছেন তিনি। সেই সোহানুর রহমান সোহান আজ চলে গেছেন না ফেরার দেশে।
প্রিয় এই পরিচালকের মৃত্যুতে বাকরুদ্ধ শাকিব খান। একটি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়, তিনি বলেছিলেন, সত্যি কথা বলতে, তার সম্পর্কে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। এ ভাবী এবং সোহান ভাইকে মহান আল্লাহ পরপারে শান্তিতে রাখুন।’
শাকিব খান বলেন, “আমার ‘শাকিব খান’ নাম সোহান ভাই আমাকে দিয়েছিলেন। কয়েকদিন আগেও সোহান ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তিনি বলছিলেন তিনি অসুস্থ এবং উন্নত চিকিৎসার জন্য জাপানে যাবেন। কিন্তু এই সন্ধ্যেবেলা হঠাৎ খবরটা শুনে আঁতকে উঠলাম। জানলাম ভাবীর মৃত্যুর একদিন পর সোহান ভাইও পৃথিবীর মায়া ত্যাগ করেন।
গতকাল (১২ সেপ্টেম্বর) সোহানুর রহমান সোহানের স্ত্রী প্রিয়া রহমান স্ট্রোক করে মারা যান। তার মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে সুপারহিট ‘কেয়ামত থেকে কেয়ামত’, শাকিব খান অভিনীত ‘কথা দাও সাথী হবে’, ‘আমার জান আমার প্রাণ’,‘পরাণ যায় জ্বলিয়া রে’,‘কোটি টাকার প্রেম’সহ অসংখ্য হিটি সিনেমার নির্মাতা।
সোহানুর রহমান ৭০ দশকের শেষ দিকে সোহান শিবলী সাদিকের সহকারী হিসেবে তার চলচ্চিত্র জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি শহীদুল হক খানের ‘কলমিলতা’ (১৯৮১), এ জে মিন্টুর ‘অশান্তি’ (১৯৮৬) এবং শিবলী সাদিকের ‘ভেজা চোখ’ (১৯৮৮) ছবিতে সহকারী হিসেবে কাজ করেন। একক ও প্রধান পরিচালক হিসেবে তাঁর প্রথম ছবি ‘বিশ্বাস আবিশ্বাস’ ১৯৮৮ সালে মুক্তি পায়।
চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ও ব্যক্তিগত উদ্যোগেও চলচ্চিত্র নির্মাণ ও অভিনয়ের শিক্ষক হিসেবে কাজ করেছেন।