প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজী পেয়ারার উদ্ভাবক, সফল কৃষি সংগঠক এবং ন্যাশনাল ইমিরেটাস সাইন্টিস্ট ড. কাজী এম বদরুদ্দোজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার (৩০ আগস্ট) এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, “প্রখ্যাত এই কৃষি বিজ্ঞানীর মৃত্যুতে দেশের কৃষি ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হল। তাঁর সৃজনশীল কাজের মাধ্যমে দেশবাসী তাঁকে স্মরণ করবে।
প্রধানমন্ত্রী তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিশিষ্ট কৃষিবিদ, কাজী পেয়ারার উদ্ভাবক স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ড. কাজী এম বদরুদ্দোজা বুধবার বিকেল ৪টার দিকে রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৬ বছর।
আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) তার জানাজা অনুষ্ঠিত হবে।