সম্প্রতি নির্বাচকে সামনে রেখে নতুন নতুন কৌশল নিচ্ছে সরকার।তারা সংবিধানের দোহাই দিয়ে আবারও ১৪ ও ১৮ সালের মতো একতরফা নির্বাচন করতে চায়। অথচ বর্তমান সরকার প্রধান মুখে মুখে বলে যাচ্ছেন সুষ্ঠু নির্বাচন করার জন্য তিনি বদ্ধপরিকর। কিন্তু বাস্ত চিত্র ভিন্ন।তারা আবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
বাংলাদেশে ফেইসবুকের একটা বিশাল অবদান আছে। সেটা সকলকে স্বীকার করতেই হবে। আমি অন্ততঃ স্বীকার করি। রাজনীতি বা রাজনৈতিক লড়াইয়ে জীবনে কখনো অংশ না নেয়া, কোন পলিটিক্যাল ট্রেনিং না পাওয়া অসংখ্য রাজনৈতিক বোদ্ধার জন্ম দিয়েছে বাংলাদেশে ফেইসবুক।
তাদের মাথায় কিলবিল করে রাজনৈতিক লড়াইয়ের কৌশল। এতো কৌশল তাদের মাথায় যে হাসিনার উচিৎ কাউয়ার বদলে তাদের দলের সাধারণ সম্পাদক বানানো। তারেক রহমানের উচিৎ মির্জা ফখরুলের বদলে তাদের সাধারণ সম্পাদক বানানো। জামায়াতে তো আমীর নিজেই জেলে, ওই পদটা তারা নিতে পারে। তাদের মধ্যে আন্তর্জাতিক ব্যক্তিত্ব যেহেতু অনেকে আছে, তাই ট্রাম্প বা বাইডেনই বা কেন তাদের প্রজ্ঞা থেকে বঞ্চিত হবে?
দুনিয়াটা খুব নিষ্ঠুর। প্রতিভার দাম দিতে পারেনা। আফসোস।