কথায় আছে অর্থ অনর্থের মূল তবে অর্থের সঠিক ব্যবহার করতে পারাটাই হলো আসল স্বার্থকতা। দেশের টাকা দেশে রেখে দেশ ও মানুষের উন্নয়নে কাজে লাগাতে পারাটাও অন্যতম একটি সফলতা। দেশের টাকা বিদেশে পাচার করা হলো একটি দ/ন্ডনীয় অপরাধ। সম্প্রতি জানা গেছে অর্থ পাচার মামলায় তারেক রহমানকে খালাস দেওয়া সেই বিচারক মোতাহের হোসেনের বিরুদ্ধে করা হয়েছে মামলা।
অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দেওয়া ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর সাবেক বিচারক মোতাহার হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
রোববার (১২ জুন) এক বিবৃতিতে দুদক জানায়, জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করা হয়েছে।
জানা গেছে, ২০১৩ সালে তারেক রহমানকে মানি লন্ডারিং মামলায় খালাস দেন মোতাহার হোসেন। রায়ের পর ওই বছরের ৩০ ডিসেম্বর তিনি অবসরে যান। এরপর ২০১৪ সালের ৮ জানুয়ারি তিনি গোপনে মালয়েশিয়া চলে যান। পরে দুদকের আপিলের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট খালাসের রায় বাতিল করে এবং ২০১৬ সালে হাইকোর্ট তারেক রহমানকে ৭ বছরের সাজা দেন।
তথ্যমতে, মোতাহার হোসেন বিচারক থাকাকালে প্রচুর সম্পত্তির মালিক হন। এ ছাড়া অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন ও আসামিদের খালাস দেওয়ার অভিযোগ ছিল। এরপর ২০১৩ সালে মোতাহার হোসেনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক।
দুদক বিচারককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করলেও তিনি হাজির হননি। দুদক তার বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করে। তবে নিষেধাজ্ঞা জারি হওয়ার আগেই তিনি দেশ ছাড়েন।
প্রসঙ্গত, অর্থ পাচার করা মানে দেশ ও দেশের মানুষকে বিপদের দিকে ঠেলে দেওয়া। যারা এই ধরণের কাজ করে তারা দেশ ও জাতির শত্রু কেননা তারা কখনই দেশ ও জাতির মঙ্গল চায়না। তারা মনে করে দেশ যাক রসাতলে তাতে এই ধরণের মুখশধারী মানুষদের কিছুই আসে যায় না।