Wednesday , December 25 2024
Breaking News
Home / National / তারিখসহ ‘প্রস্তুত হও’ পোস্টারে ছড়াচ্ছে আত”ঙ্ক, ভিন্ন কথা বলছে পুলিশ

তারিখসহ ‘প্রস্তুত হও’ পোস্টারে ছড়াচ্ছে আত”ঙ্ক, ভিন্ন কথা বলছে পুলিশ

গাঢ় সবুজ পোস্টারে স্ক্র্যাচ মার্কের মতো চারটি ধনুকসদৃশ রেখা। নিচে লেখা, ‘প্রস্তুত হও’। এর নিচে তারিখ দেওয়া, ‘৩১.১০.২০২৩’। শুধু এতটুকুই রয়েছে।

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় দেয়াল ও বিদ্যুতের খুঁটিতে সাঁটানো পোস্টার নগরজুড়ে আত’ঙ্ক ছড়িয়ে দিয়েছে। অনেকের মনে নানারকম আশ’ঙ্কাও উঁকি দিয়েছে। তবে পুলিশ সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলছেন, ‘এটি একটি বিজ্ঞাপনের পোস্টার।


পোস্টারের পাশাপাশি, এটি সম্পর্কিত একটি ভিডিও অনলাইনে প্রচার হয়েছিল। রাতের অন্ধকারে হেলমেট পরা এক ব্যক্তি পোস্টারের চিহ্নের মতোই রেখা আঁকছেন দেয়ালে। একজন পথচারী তাকে জিজ্ঞেস করে কেন সে দেয়ালে এমন পোস্টার লাগাচ্নছে। এরপর হেলমেট পরা ব্যক্তি ‘স্মোক স্প্রে’ করে পালিয়ে যান।

এই ধরনের ভিডিও কনটেন্ট এবং দেয়ালে রহস্যময় পোস্টার পুরো শহরজুড়ে আত”ঙ্ক ছড়িয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, “সিলেটের বিমানবন্দর এলাকায় একটি বিনোদন কেন্দ্র গেম চালু করেছে। সেটির বিজ্ঞাপন দেওয়ার জন্য সারা নগরীতে এ ধরনের পোস্টার সাঁটানো হয়েছে। কোনো অশুভ চক্রের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। এ ধরনের পোস্টার সম্পর্কে কর্ত্বপক্ষকে সতর্ক করা হয়েছে।

About bisso Jit

Check Also

মারা যায়নি আবু সাঈদ, আছেন ফ্রান্সে রনির এমন মন্তব্যে নিয়ে যা জানা গেল

সম্প্রতি টিকটকে পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিও শেয়ার করা হয়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *