বিএনপি থেকে বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর দল ছাড়ার পর থেকে একের পর এক ঘটনা ঘটিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দিচ্ছেন। বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের পর তিনি প্রথমে ঝালকাঠিতে বন্দুক নিয়ে সমাবেশে যাওয়ায় শোকজ পান নির্বাচন কমিশন থেকে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যদিও বাজে ব্যবহারের কথা অস্বীকার করেছেন সাবেক এই প্রতিমন্ত্রী।
বুধবার (৬ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কারও সঙ্গে খারাপ ব্যবহার করিনি। সেখানে অনেক সাংবাদিক ছিল, আমি চিন্তায় ছিলাম কিভাবে বের হব।
বিকেলে মিন্টু রোডে ডিএমপির গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে বের হওয়ার পর সাংবাদিকরা শাহজাহান ওমরের কাছে ইসির সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়ে প্রশ্ন করেন।
জবাবে শাহজাহান ওমর বলেন, এটা ভুল তথ্য। আমার কাছে আচরণবিধি ছিলো না, সেটা ইসি থেকে নিয়ে আসছি। সাংবাদিকরা আমার ছবি তুলতে পারেন,কিন্তু অন্তত নূন্যতম একটু বলা উচিৎ। তাদের বলেছি লুকিয়ে এদিক-সেদিক থেকে কেন ছবি তুলবেন? তারা একটু কথা বলে যদি নূন্যতম সৌজন্যবোধ দেখান তাহলেই হতো। এরমধ্যে ওরা জিজ্ঞাসা করছেন আপনি কেন আসছেন? কোনো কথা না বলেই জিজ্ঞাসা করে কেন আসছেন? তারা ১০০ বার বলতে পারেন, কিন্তু নূন্যতম সৌজন্যবোধটা যদি দেখান তাহলে সমস্যা হয় না। কিন্তু কারও সঙ্গে কোনো দুর্ব্যবহার করিনি। সেখানে অনেক সাংবাদিক ছিল, কেমন করে বেরিয়ে যাবো সেই চিন্তায় ছিলাম।