তারানা হালিম বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম জনপ্রিয় একজন, দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে তিনি সকলের মনে জায়গা করে নিয়েছিলেন এবং এখনো তার সেই জনপ্রিয়তা রয়েছে। তবে এই অভিনেত্রী রাজনীতিতে যোগ দিয়ে বেশ আলোচনা সমালোচনায় পড়েছেন এবং দেখা যায় এই কারনে বিভিন্ন সময় তার কর্মকান্ড নিয়ে ট্রল হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখক ওয়াহিদুজ্জামান,নিচে সেটি তুলে ধরা হল
তারানা হালিমের মর্মস্পর্শী বক্তব্য চলাকালিন তার কপালের লিউকোপ্লাস্ট ব্যান্ডেজ খুলে যাওয়া নিয়ে অনেকে ট্রল করছেন, হাসাহাসি করছেন। বিষয়টা ঠিক না। উনি নাটকের পুরানা হালিম, অভিনয়ই তো উনার পেশা। উনি অভিনয় করতেই পারেন। কিন্তু এই যে খারাপ কোয়ালিটি’র লিউকোপ্লাস্ট দিয়ে উনার কপালে ব্যান্ডেজ করা হয়েছিল, প্রশ্ন তোলা উচিত ছিলো সেটা নিয়ে। আজ যদি উনি বা অন্য কেউ সত্যি সত্যি আহত থাকতেন আর এই বাজে কোয়ালিটির লিউকোপ্লাস্ট দিয়ে যদি ব্যান্ডেজ করা হতো, তাহলে কি সর্বনাশ হতে পারতো, ভেবে দেখেছেন?
(অবশ্য মুখের উপর থাকা মেকআপের কারণে লিউকোপ্লাস্টের আঁঠা ছুটে গেছে কিনা সেটা জানিনা।)