দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী তালিকায় ছিলেন বেশ কয়েকজন বিনোদন তারকা। নির্বাচনেও বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বেশ কয়েকজন তারকাও ছিলেন।
লাকী ইনাম, সুজাতা বেগমের মতো সিনিয়র শিল্পী থেকে শুরু করে সোহানা সাবা, উর্মিলা শ্রাবন্তী কর, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, নুসরাত ফারিয়ার মতো এ প্রজন্মের তারকারা ছিলেন। কিন্তু সংরক্ষিত আসন কেউ পাননি।
এছাড়া অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা গতবার নারী সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এবারও তিনি সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনিও সংরক্ষিত আসনের সদস্যপদ পাননি।
এদিকে মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা গতকাল বুধবার দুপুর ১২টায় গণভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে ৪৮ দলীয় প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়।