বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অবস্থা খুবই খারাপ। আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর বাংলাদেশ যাদের কাছে হেরেছে তারা সবাই আইসিসির পূর্ণ সদস্য। তবে আজ কলকাতার ইডেন গার্ডেনে আইসিসির সহযোগী সদস্য দেশ নেদারল্যান্ডসের কাছে হেরেছে বাংলাদেশ।
সামর্থ্য অনুযায়ী খেলতে না পারা, খারাপ ব্যাটিং, বোলিং- অনেক কিছুই দায়ী। কিন্তু বাংলাদেশ অধিনায়ক বিশ্বকাপে দলের ব্যর্থতার দায় চাপিয়েছেন জাতীয় দলে থাকা তামিম ইকবালের অনুসারীদের ওপর!
গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে প্রশ্ন করা হয়, বিশ্বকাপের আগে তামিমকে নিয়ে বিতর্কের কথা। আড়াই বছর অধিনায়ক ছিলেন তামিম। দলে তার অনুসারী থাকতে হবে। এটা কি দলের উপর প্রভাব ফেলছে বলে মনে হচ্ছে? এ প্রশ্নে সাকিবের উত্তর, ‘বাদ দেওয়া যায়। অস্বাভাবিক না. সবার মনে কি আছে বোঝা মুশকিল। আপনি যা বলছেন তার সাথে আমি একমত নই। আসলে, এটা (প্রভাব) করতে পারে।’