তামিম ইকবাল ও তার দল ফরচুন বরিশাল রংপুর রাইডার্সকে সহজেই হারিয়ে বিপিএল ফাইনালে তাদের টিকিট বুক করেছে। জয়ের পর তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবাল একটি ছোট পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘‘মনুরা কে/মন আছো??
তামিমের জয়ের উত্তেজনায় মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও মেহেদি হাসান মিরাজের স্ত্রীরাও আয়েশার পোস্টে মন্তব্য করেছেন।
পোস্টে, আয়েশা সিদ্দিকা ইকবাল বলেছেন যে তার স্বামী ইতিমধ্যে এমন সাফল্যের ভবিষ্যদ্বাণী করে রেখেছিলেন। তামিম ইকবাল তুমি টুর্নামেন্ট শুরুর আগে বলেছিলেন, আমরা ফাইনাল খেলব!!! তুমি তোমার কথা রেখেছ। দুর্দান্ত দলের প্রচেষ্টা। আলহামদুলিল্লাহ।’ হাততালির ইমোজিও দিয়েছেন তিনি।
সেই পোস্টে তামিম ভক্ত ও বরিশালের সমর্থকরা তাদের ভালোবাসার কথা জানান। মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টিও মন্তব্য করেছেন। বরিশালে দলে খেলা জাতীয় দলের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের স্ত্রীদেরও ট্যাগ করেন তিনি।
আয়েশা, জান্নাতুল কেফায়াত মন্ডি (মুশফিকুর রহিমের স্ত্রী), ঝুমু ইসলাম (তাইজুল ইসলামের স্ত্রী), তাসনিয়া আনোয়ার (কামারুল ইসলাম রাব্বির স্ত্রী), রাবেয়া প্রীতি (মিরাজের স্ত্রী) এবং প্রিয়ন্তী দেবনাথ (সৌম্য সরকারের স্ত্রী) ট্যাগ করে জান্নাতুল লিখেছেন, আমাদের অভিনন্দন। . .’
সেই মন্তব্যের জবাবে ঝুমু ইসলাম বলেন, ‘ভাবি খুব খুশি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।’ তাসনিয়া আনোয়ার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ ভাবি। এত বছর পর এই ফ্র্যাঞ্চাইজি একটা ট্রফির দাবিদার।’
জবাবে জান্নাতুল কাউসার লিখেছেন, ‘ইনশাআল্লাহ মোরা জেতবেআনে মনু।’ তাসনিয়ার জবাব, ‘‘হ আমনে আইয়েন হুক্কুরবার। ইনশাআল্লাহ।’ রাবেয়া প্রীতিও আরও লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’