Friday , January 10 2025
Breaking News
Home / Entertainment / তাপস-বুবলীর সম্পর্ক নিয়ে লজ্জা প্রকাশ করে যা বললেন শাকিব খান

তাপস-বুবলীর সম্পর্ক নিয়ে লজ্জা প্রকাশ করে যা বললেন শাকিব খান

কয়েকদিন আগে একটি অডিও রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসকে সেই অডিওতে কথা বলতে শোনা যায়।

পুরো অডিও কলে ফারজানা মুন্নির কণ্ঠে বুবলীর বিরুদ্ধে একাধিক অভিযোগ শোনা যায়। যেখানে তার দাবি, বুবলী তার সংসার ভাঙার চেষ্টা করছেন। তাপসের সঙ্গে সম্পর্ক আছে।

প্রায় ১৪ মিনিটের ওই অডিও ক্লিপে আরও কিছু বিস্ফোরক তথ্য সামনে আনেন ফারজানা মুন্নি। অপু বিশ্বাসকে উদ্দেশ্য করে তিনি বলেন, শাকিবের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই তাপসের সঙ্গে সম্পর্কে জড়ান বুবলী।

তাপস-বুবলীর সম্পর্ক নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন ভারতে ‘দরদ’ ছবির শুটিংয়ে ব্যস্ত শাকিব খান। সম্প্রতি ওই সিনেমার শুটিং শেষে দেশে ফিরে তাপস-বুবলীর সম্পর্ক ও ফারজানা মুন্নির ফোনালাপ নিয়ে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। যেখানে শাকিব খান বলেছেন, এই বিষয়টি নিয়ে কথা বলতেও তিনি লজ্জা বোধ করেন।

শাকিব বলেন, “আমি সেসব কথা বলতে চাই না। কারণ এসব কথা বললে আমি লজ্জিত ও অপমানিত বোধ করব। আমি মুন্নি ভাবির অডিও শুনেছি এবং সে আমাকে যা বলেছে, তা আমি আশা করিনি। কারণ। আমি মুন্নি ভাবীকে একজন দৃঢ় ব্যক্তিত্বের মানুষ হিসেবে দেখেছি, তার মতো মানুষগুলোকে এতটা অসহায় দেখবো বলে আশা করিনি।

এরপর শাকিব বলেন, ‘কথাগুলো বলতে চাই না। কারণ এসব নিয়ে বললে আমি নিজের কাছেও লজ্জিতবোধ করব, অপমানিতবোধ করব। মুন্নী ভাবির অডিও আমি শুনেছি এবং আমাকেও যা বলেছেন, এটা আমি আশা করিনি। কারণ মুন্নি ভাবিকে আমি যতটা স্ট্রং পারসোনালিটির মানুষ হিসেবে দেখেছি, তার মতো মানুষকে এত অসহায়ভাবে দেখব সেটা আশা করিনি।’

বুবলির জীবনে তার কোনো অস্তিত্ব নেই উল্লেখ করে এই নায়ক বলেন, “যে ব্যক্তি আমার জীবনে নেই (বুবলি) তার কথা আমি বলতে চাই না। যার সঙ্গে আমার সম্পর্ক নেই, তাকে নিয়ে অনধিকার চর্চা কেন করতে যাব! আমার তো কোনো দরকার নেই। অনেকে হয়ত মনে করছে, আমার সঙ্গে তার (বুবলী) কিছু একটা সম্পর্ক আছে। শাকিবকে বললে হয়ত এর কোনো সমাধান হবে। সেই আশা নিয়েই বলছে। কিন্তু আমি বলে দিচ্ছি, আমার জীবনে এই ভদ্রমহিলার কোনো অস্তিত্ব নাই। তার ব্যাপারে আমাকে বলেও কোনো লাভ নাই।’

প্রসঙ্গত, শাকিব খান গোপনে বুবলীকে বিয়ে করেন ২০ জুলাই, ২০১৮ তারিখে। তারপর তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় ২১ মার্চ, ২০২০-এ। যদিও শাকিব খান দাবি করেন, বুবলির সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। বর্তমানে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই।

About bisso Jit

Check Also

তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

নতুন বছরের শুরুতেই আলোচনায় গায়ক ও অভিনেতা তাহসান খান। সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *