কোন নির্দেশনা ছাড়াই হঠাৎ করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে ব্যাপক চাপের মুখে পড়েছে সাধারন মানুষ। যার কারনে জনগণের মাথায় বাড়তি বোঝা চেপে বসেছে। সরকারের দুর্নীতি ও লুটপাটের কারনে আজ দেশের অর্থনৈতিক সংকটের তৈরী হয়েছে। লোডশেডিং প্রমাণ করে সরকার বিদ্যুৎ খাতে কি পরিমান দুর্নীতি লুটপাট হয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য পাঠকের জন্য সেটি নিচে তুলে ধরা হল।
বাংলাদেশের মানুষ রাস্তায় নাইম্যা আসবে কিনা এইটা বুঝতে হলে সাহিত্য, দর্শন, ক্যারিয়ার আর ডিগ্রি লাগেনা। লাগে মাঠের বাস্তব অভিজ্ঞতা আর কিঞ্চিৎ আক্কেল।
আমি সাহিত্যও পড়ি নাই, ডিগ্রিও তেমন নাই, দর্শনও কপচাই না, ক্যারিয়ারও করতে পারি নাই, কিন্তু খোদাতায়ালা কিঞ্চিৎ আক্কেল ও মাঠের অভিজ্ঞতা দিছে। তাই বুঝতে পারি হাসিনার সময় ফুরায়ে আসছে। আর পতন হবে অবিশ্বাস্যভাবে দ্রুত।
প্রসঙ্গত, সরকারের দুর্নীতির বোঝা জনগণের উপর চাপিয়ে দিয়ে কিন্তু এর জন্য জনগণ কি করতে পারে সে হয়ত সরকার ভাবতে পারছে না। এ বিষয় নিয়ে জনগণ মাঠে নামবে কিনা সে বিষয়ে নিয়ে মন্তব্য করেন পিনাকী ভট্টাচার্য।