সম্প্রতি নির্বাচন নিয়ে বিদেশীদের চাপ পাত্তা দিতে রাজি নয় সরকার প্রধান।শুধু তাই নয় তাদের কোনো চাপের কাছে মাথানত করেননি তিনি।যদিও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে তাদের।তবে ১৪ ও ১৮ সালের নির্বাচন নিয়ে বিতর্কের বিষয়টি নিয়ে রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলে প্রশ্নবিদ্ধ। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন লেখিকা মিলি সুলতানা হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
নেত্রীর উপর আমেরিকার গোস্বা হবার অন্যতম কারণ হল নেত্রী ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরোচিত হা/মলার বিরুদ্ধে শুরু থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আসছেন। সৌদি আরবে গিয়েও নেত্রী তাঁর প্রতিবাদ অব্যাহত রেখেছেন। কিন্তু ফিলিস্তিন নিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মুখে কোনো টুঁশব্দ নেই। কারণ তারা ভেবেছে যদি তারা ইসরায়েলের নিন্দা করে তাহলে তাদের ত্রাণকর্তা আমেরিকার বিরাগভাজন হতে হবে। কোমরভাঙ্গা দলটির ক্ষমতায় আসার একমাত্র স্বপ্ন জিইয়ে রেখেছে আমেরিকা। মানবিকভাবে ফিলিস্তিনি জনগণের উপর যেখানে সহানুভূতি দেখানোর কথা, তখন তারা মুখে তালাচাবি মেরে রেখেছে। জননেত্রীর “দুঃসাহসী অবয়ব”এতদিনে আমেরিকার কাছে খোলাসা হয়ে গেছে। তাদের চোখে আঙুল দিয়ে নেত্রী বুঝিয়ে দিয়েছেন তিনি এসব জুজুবুড়ি ভয় পান না। তাঁর দুঃসাহসী কথাবার্তা বিশ্ব মোড়লদের ঘাম ঝরিয়ে ছাড়ছে। ধর্ম নিয়ে বাণিজ্য করা দলটি মুখে ইসলামের কথা বলে। আজ কোথায় গেলো তাদের ইসলামপ্রীতি??ফিলিস্তিনের নিস্পাপ শিশুদের জন্য তাদের একটুও দয়ামায়া হয়না?বাঙালির গর্ব এটাই যে, আমাদের একজন দুঃসাহসী প্রধানমন্ত্রী আছেন।